বাড়িতে আসছে নতুন অতিথি, বড় দাদা হতে চলেছে ইউভান- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট অন্তঃসত্ত্বা শুভশ্রীর

Published : Jun 27, 2023, 09:27 PM IST
Image Of Subhashree

সংক্ষিপ্ত

রাজ-শুভশ্রীর এই পোস্টের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় তাঁদের ভরিয়ে তুলেছেন একের পর এক সেলিব্রিটি। সঙ্গে ফ্যানেরা তো রয়েছেনই। রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই।

বড় দাদা হতে চলেছে তিন বছরের ইউভান-রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছেলে। তিনি দ্বিতীয় বার মা হতে চলেছেন। ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন এই সুখবর। টলিউডে জল্পনা চলছিলই। তবে মঙ্গলবার বিকেলে রাজ চক্রবর্তী ও শুভশ্রী তাঁদের ইনস্টা পোস্টে একপ্রকার সেই জল্পনা সত্যি বলেই যেন প্রমাণ করলেন। ছবি শেয়ার করে রাজ ও শুভশ্রী দু’জনেই লেখেন, “ইউভান দাদা হচ্ছে।” যা দেখে ফ্যান, ফলোয়ারের দল একপ্রকার নিশ্চিত, ফের মা হতে চলেছেন টলিপাড়ার এই প্রথম শ্রেণীর নায়িকা।

রাজ-শুভশ্রীর এই পোস্টের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় তাঁদের ভরিয়ে তুলেছেন একের পর এক সেলিব্রিটি। সঙ্গে ফ্যানেরা তো রয়েছেনই। মৌনি রায় থেকে শুরু করে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই। উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তার পর করোনা পরিস্থিতির সময়ে প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে যে ছবি দিয়েছেন শুভশ্রী, তাতে দেখা যাচ্ছে শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাঁদের তিন বছরের খুদে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাঁদের হাত৷ ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা 'বড় দাদা'। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন,"ইউভান এ বার বড় দাদায় উত্তীর্ণ হল।"

মৌনি রায় এই পোস্ট দেখে প্রতিক্রিয়ায় লিখেছেন, "অনেক ভালবাসা খুদের জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনও দ্বিধা নেই।" অভিনেত্রী শ্রাবন্তী শুভেচ্ছা জানিয়েছেন। সৌমিতৃষা কুণ্ডু লিখেছেন, "হরে কৃষ্ণ।" এই মুহূর্তে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বিচারক হিসাবে দেখা যাচ্ছে নায়িকাকে। ইউভানের জন্মের সময় বাড়িতে থেকে অল্পস্বল্প কাজও করেছিলেন তিনি। তবে এবার কী সম্পূর্ণ বিশ্রামে থাকবেন, নাকি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এই টলি ডিভা, তা জানা যায়নি।

ইউভানের জন্য কেরিয়ারের অনেকটা সময়ই বরাদ্দ করেছেন নায়িকা। তবে এবার দায়িত্ব বাড়ল আরও, অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা, নেপথ্যে তাঁর ওই ইনস্টা পোস্ট। দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ-শুভশ্রী। ২০২০ সালে জন্ম দিয়েছেন এক সন্তানের। সে এখন স্কুলে পড়ে। অন্যদিকে কেরিয়ারেও এখন বেশ সুনাম করেছেন তিনি। সবমিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। আর এর মধ্যেই ফের সুখবর দিলেন ‘রাজশ্রী’ জুটি। ঘোষণা করলেন, এবার তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী।

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে