'আমাদের মেয়েদের ভয় লেগেই আছে', কেন এমন বললেন স্বস্তিকা মুখোপাধ্যায়?

Published : Mar 03, 2025, 02:57 PM IST
Swastika Mukherjee

সংক্ষিপ্ত

পশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। মানুষের হিংস্রতার তুলনা টেনে তিনি মহিলাদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলে ধরেন, যা নিয়ে বিতর্কের সূত্রপাত।

ঠোঁটকাটা হিসেবে পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। কোনও অন্যায়ের প্রতিবাদ করতে তিনি পিছ পা হন না। সব সময় সব অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে। এবারও এক বিষয় প্রতিবাদ করতে দেখা গেল টলিউড অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

বরাবরই তিনি পশুপ্রেমী। প্রায়শই সমাজমধ্যমে সারমেয় ও মার্জারদের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন। কখনও তাদের হয়ে কোনও বক্তব্য পেশ করতেও দেখা গিয়েছে।

এবার ফের একবার পশুদের জন্য সরব হলেন নায়িকা। একটি পোস্ট নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। ধর্ষণ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে।

আসলে পশুদের নিয়ে কথাবার্তা সংক্রান্ত একটি ফেসবুক পেজে পোস্টে এক ব্যক্তি লেখেন, রাস্তায় কিছু কিছু কুকুর দেখে তিনি ভয় পান। পাছে সেই কুকুরগুলো তার ওপর হামলা করে। চেনা কায়দায় এই মন্তব্যের বিরোধিতা করেন স্বস্তিতে। মানুষ যে কোনও অংশে হিংস্র নয়, তা স্পষ্ট করে দেন তিনি। এমনকী, এই মানুষদের জন্য মহিলারা স্ত্রত হয়ে থাকেন বলে দাবি করেন। তার এই পোস্টে এমনটাই প্রকাশ পায়।

অনেকেই নায়িকার এই পোস্টে মন্তব্য করেন। কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার সমালোচনা করেছেন। এক ব্যক্তি অভিনেত্রীর ভাবনার বিরোধিতাও করেন। তিনি লেখেন, রাস্তার কুকুর মাঝেমধ্যেই কামড়ায়। সেই কামড় খেলে যে ইঞ্জেকশন খেতে হয় তা বেশিরভাগ হাসপাতালে পাওয়া যায় না। আমিও কুকুর প্রেমী। কুকুর থেকে ভয় পাওয়ার সঙ্গে খুন ধর্ষণকে জুড়ে দেওয়ার ন্যাকামিটা হাস্যকর লাগলো। রাস্তার কুকুরের ভ্যাকসিনেশ, স্টেরিলাইজেশন, হাসপাতালে ওষুধ মজুত রাখার জন্য জনগণ যাদের পয়সা দিয়ে পোষে, সেই সরকারি মন্ত্রীসান্ত্রীদের সঙ্গে যখন পরেরবার ওঠবস করবেন, তখন তাদেরকে এই লক্ষ্য করে প্রকাশ্যে এই বিষয়ে অনুরোধ জানানোর অনুরোধ জানিয়ে রাখলাম।

 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?