এদিকে, শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন জিতু ও শ্রাবন্তী। তবে, এই প্রথম নয়। এর আগেও কাজ করেছেন একসঙ্গে। এবার ফের একবার। কাজ চলছে ‘আমি আমার মতো’ ছবির। ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। জিতুর বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ-কে। এই কাজের মাঝে হট ছবির কারণে খবরে এলেন নায়িকা।