Sohini Sarkar: কালো শাড়ি, ভেজা চুলে নজরকাড়া লুক সোহিনীর, একনজরে দেখে নিন সেই ছবি

Published : Nov 05, 2023, 02:25 PM ISTUpdated : Nov 05, 2023, 02:26 PM IST
sohini sarkar

সংক্ষিপ্ত

কালো শাড়িতে একেবারে বং লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো শাড়ি পরে নদীর জলে শরীর ডুবিয়ে বসে আছেন তিনি।

কালো শাড়িতে ফের নজর কাড়লেন বং ডিভা সহিনী। বর্তমানে ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই নাম থাকে সোহিনী সরকারের। একের পর এক হিট সিনেমা ওয়েব সিরিজে তাঁকে দেখা গিয়েছে। কখনও ব্যোমকেশের সত্যবতী, কখনও আবার অন্য কোথাও। একের পর এক অন্যন্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় তো বটেই, তবে নিজের ব্যক্তিগত জীবনের জন্য নানা সময় নানাভাবে চর্চায় থেকেছেন অভিনেত্রী। এবারও সেরকমই একটি বিষয় ঘিরে চর্চার কেন্দ্রে দেখা গেল তাঁকে। বর্তমানে গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে শিমুলতলায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও পরমুহূর্তেই সেই ছবি ডিলিট করে দিয়েছিলেন সোহিনী।

টলিপাড়ায় এখন চর্চার কেন্দ্রে সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। গুঞ্জন শোনা যাচ্ছে একসঙ্গে শিমুলতলায় বেড়াতে গিয়েছেন তাঁরা। নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করে ফেসবুকে একটি ছবিও শেয়ার করেছিলেন সোহিনী। তবে পরমুহূর্তেই সেই ছবি ডিলিট করে দেন তিনি। তবে ততক্ষণে স্টুডিওপাড়ায় তা ঝড়ের মত ছড়িয়ে পড়ে। তবে এই বিষয় থেকে নজর ঘোরাতে এরপরেই নিজের কিছু ছবি শেয়ার করেন সোহিনী। কালো শাড়িতে একেবারে বং লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো শাড়ি পরে নদীর জলে শরীর ডুবিয়ে বসে আছেন তিনি। ভেজা চুল ছড়িয়ে পড়েছে পিঠে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'তাকে খুব কাছে যেই পাই।'

এই ছবি শেয়ার করতেই ঝড়ের মত ভাইরাল হতে থাকে। অনুরাগীদের একাংশ এই ছবি বেশ পছন্দ করলেও অনেকেই তাঁকে কটাক্ষ করে লিখেছেন, এক গলা প্রেমে ডুবে আছেন অভিনেত্রী। অভিনেত্রী অবশ্য কোনও ধরণের সমালোচনার কোনও উত্তর দেননি।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার