Sohini Sarkar: কালো শাড়ি, ভেজা চুলে নজরকাড়া লুক সোহিনীর, একনজরে দেখে নিন সেই ছবি

কালো শাড়িতে একেবারে বং লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো শাড়ি পরে নদীর জলে শরীর ডুবিয়ে বসে আছেন তিনি।

কালো শাড়িতে ফের নজর কাড়লেন বং ডিভা সহিনী। বর্তমানে ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকাদের মধ্যে প্রথম সারিতেই নাম থাকে সোহিনী সরকারের। একের পর এক হিট সিনেমা ওয়েব সিরিজে তাঁকে দেখা গিয়েছে। কখনও ব্যোমকেশের সত্যবতী, কখনও আবার অন্য কোথাও। একের পর এক অন্যন্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় তো বটেই, তবে নিজের ব্যক্তিগত জীবনের জন্য নানা সময় নানাভাবে চর্চায় থেকেছেন অভিনেত্রী। এবারও সেরকমই একটি বিষয় ঘিরে চর্চার কেন্দ্রে দেখা গেল তাঁকে। বর্তমানে গায়ক শোভন গাঙ্গুলীর সঙ্গে শিমুলতলায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। যদিও পরমুহূর্তেই সেই ছবি ডিলিট করে দিয়েছিলেন সোহিনী।

টলিপাড়ায় এখন চর্চার কেন্দ্রে সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলী। গুঞ্জন শোনা যাচ্ছে একসঙ্গে শিমুলতলায় বেড়াতে গিয়েছেন তাঁরা। নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করে ফেসবুকে একটি ছবিও শেয়ার করেছিলেন সোহিনী। তবে পরমুহূর্তেই সেই ছবি ডিলিট করে দেন তিনি। তবে ততক্ষণে স্টুডিওপাড়ায় তা ঝড়ের মত ছড়িয়ে পড়ে। তবে এই বিষয় থেকে নজর ঘোরাতে এরপরেই নিজের কিছু ছবি শেয়ার করেন সোহিনী। কালো শাড়িতে একেবারে বং লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে একটি কালো শাড়ি পরে নদীর জলে শরীর ডুবিয়ে বসে আছেন তিনি। ভেজা চুল ছড়িয়ে পড়েছে পিঠে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, 'তাকে খুব কাছে যেই পাই।'

Latest Videos

এই ছবি শেয়ার করতেই ঝড়ের মত ভাইরাল হতে থাকে। অনুরাগীদের একাংশ এই ছবি বেশ পছন্দ করলেও অনেকেই তাঁকে কটাক্ষ করে লিখেছেন, এক গলা প্রেমে ডুবে আছেন অভিনেত্রী। অভিনেত্রী অবশ্য কোনও ধরণের সমালোচনার কোনও উত্তর দেননি।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee