কদিন আগে ইমন চক্রবর্তীর শো-র খবর ভাইরাল হয়েছিল। তাঁরা বাংলা গান না গাওয়ার অনুরোধ করেছিলে এক শ্রোতা। সে সময় কড়া জবাব দেন গায়িকা। ফের ঘটল একই ঘটনা।
সদ্য রাজারহাটের একটি কনসার্টে ইমনে বাংলা গান না গাওয়ার অনুরোধ করে দর্শকেন। এর কড়া জবাব দেন গায়িকা। তিনি হলেন, জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য় কোনও জায়গা হলে চুলের মুঠি ধকে ক্যাম্পাস থেকে বারে করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগান করছ। বাংলা গান শুনবে না বলছ?... ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ, এদিকে বাংলা গাব শুনবে না বলছ।
এই বক্তব্য হল সোশ্যাল মিডিয়ায়। একজন ব্যক্তি ইমনের বক্তব্যের ভিডিও পোস্ট করেন। করে লেখেন, রাজারহাটে বাঙালি শিল্পী ইমন গাইছিল। একজন বলল বাংলা গান না, হিন্দি গান গাইতে হবে। শুনে ইমন কড়া জবাব দিলেন। যা মুহূর্তে হল ভাইরাল। ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। শো থেকে গর্গ চ্যাটার্জ্জী পোস্ট করেছেন এই ভিডিও। যা মুহূর্তে হল ভাইরাল। সকলেই প্রশংসা করেছেন ইমনের।
শো-তে বাংলা গান না গাওয়া আবদার করে দর্শকেরা। যাতে রেগে যান গায়িকা।