Mahalaya 2025: মহালয়ায় এবার টিভির পর্দায় দেখা যাবে না জনপ্রিয় অভিনেত্রীকে, মুখ বদলের সিদ্ধান্ত

Published : Jul 27, 2025, 01:47 PM IST
Shubho Mahalaya

সংক্ষিপ্ত

Mahalaya 2025: জি বাংলার মহালয়ায় আগে দেবশ্রী, আর এখন শুভশ্রীকে দেখেই অভ্যস্ত বাঙালি। এদের জায়গায় বদল বাঙালির চোখে সইবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই। তবে গুঞ্জন, এবছর মহালয়ায় বদলাতে চলেছে দুর্গার মুখ, থাকছেনা শুভশ্রী।

Mahalaya 2025: দুর্গাপুজো আর মাত্র মাস দু-একের অপেক্ষা। এখন থেকেই প্রস্তুতি শুরু টেলিভিশনের চ্যানেলগুলোর। মহালয়ার ভোরে রেডিওতে মহালয়া শোনার পরেও বাঙালি বসে থাকে বাংলা সিরিয়াল চ্যানেলগুলোর মহালয়া দেখবে বলে।

তবে মহালয়ার আগে সবচেয়ে আলোচিত ও কৌতূহলের বিষয় থাকে, জি বাংলার মহালয়ায় কে হবে দুর্গা? প্রথমে দেবশ্রী, তারপর শুভশ্রী কে দেখেই অভ্যস্ত মানুষ। তবে এ বছর জি বাংলা বদল করছে দুর্গার মুখ, থাকছেনা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাঝে এক বছর তিনি অন্তঃসত্ত্বা থাকায় দুর্গা রূপে দেখা গিয়েছিলো ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের নায়িকা অঙ্কিতা মল্লিককে। তবে এবারে কে হবেন মহিষাসুরমর্দিনী?

কাকে দেখা যাবে দুর্গা রূপে?

ছোট পর্দার পর এবার বড়পর্দায় প্রশংসিত মুখ ইধিকা পাল। ‘পিলু’ ধারাবাহিক থেকে উঠে এসে আজ তিনি চলচ্চিত্রেও নেমেছেন। বিশেষ করে দেবের বিপরীতে নায়িকা হয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। তাকে নিয়েই গুঞ্জন, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে ধরা দিতে চলেছেন নাকি ইধিকা পাল।

শুভশ্রী নয় কেন?

সংশ্লিষ্ট সূত্রের দাবি, জি বাংলা প্রথমে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছেই গিয়েছিল প্রস্তাব নিয়ে, কিন্তু তিনি ছবির শ্যুটিং ও ওটিটি'র কাজ নিয়ে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি।এরপর আলোচনা হয়েছিল কৌশানী মুখোপাধ্যায়-এর নাম নিয়েও, কিন্তু অজ্ঞাত কোনো বিশেষ কারণে চ্যানেলের তরফ থেকেই সেই সিদ্ধান্তও পরিণতি পাচ্ছেনা।

শেষ পর্যন্ত চ্যানেলের তরফে ইধিকা পালের নামই ফাইনাল হয়েছে। তাতে ইধিকা রাজিও হয়েছেন। যদিও এ বিষয়ে চ্যানেল বা অভিনেত্রীর তরফে কিছু ঘোষণা না করায় এখনও চূড়ান্ত ভাবে কিছুই বলা যাচ্ছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে