বচ্চন পরিবারে জন্মদিনের ঘরোয়া পার্টি। ৪৪-এ পা দিলেন অভিষেক বচ্চন। এই বিশেষ দিনটির শুরুটা কেমন কাটল অভিনেতার, তার উত্তর মিলল এবার নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বচ্চনের জন্মদিনে একটি ফ্যামিলি ফোটো শেয়ার করলেন ঐশ্বর্য রায় বচ্চন। বচ্চন বধূর শেয়ার করা এই ছবিটিতে দেখা গেল পরিবারের সকলকেই। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ঐশ্বর্য ও আরাধ্যাকে সঙ্গে নিয়েই পোজ দিলেন অভিষেক।
আরও পড়ুনঃ ঐশ্বর্যর আগে একাধিক নারীসঙ্গ, দেখে নিন জুনিয়র বচ্চনের দীর্ঘ তালিকা
জন্মদিনে বিশেষ কোনও পার্টির আয়োজন হল কি না তার উত্তর এখনও মেলেনি। তবে সকাল সকাল যে একটা সুন্দর কেক নিয়ে হাজির হয়েছিলেন পরিবারের সকলে তা আর বলার অপেক্ষা রাখে না। কেকটিতে রইল সব কিছুই যা অভিষেক বচ্চনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে। ফোন ফুটবল খেলার মাঠ, ফোনের ওপরেই লেখা রয়েছে তাঁর বয়স, ৪৪।
সোশ্যাল মিডিয়াতেই অভিষেকের প্রতি ভালোবাসা জাহির করলেন ঐশ্বর্য। ছবি শেয়ার করে লিখলেন-শুভ জন্মদিন বেবি-পাপ, লাভ লাভ লাভ সবসময়। এই পোস্টটিতে আবার অভিষেক বচ্চনও লাভ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। একদিন এগেই সপরিবারে অভিষেক ও ঐশ্বর্য হাজির হয়েছিলেন অমন ও অনীশার বিয়ের আসরে। সেই ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।