Saif Ali Khan: আইনী জটিলতায় জড়ালেন সইফ, ১১ বছরের পুরনো মামলার শুনানির দিন ঘোষণা

সইফ আলি খান ও তাঁর দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁরা এক ব্যবসায়ী ও তাঁর শ্বশুরে সঙ্গে বচসায় জড়ান। এই অপরাধে এক সময় তাঁদের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু, জামিনে ছাড়া পান তাঁরা। এবার ১১ বছর পর সেই মামলার শুনানি।

১১ বছরের পুরনো এক মামলা নিয়ে ফের খবরে সইফ আলি খান। তিনি ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার শুনানী শুরু হবে শীঘ্রই। প্রকাশ্যে এল এমনই খবর। সইফ আলি খান ও তাঁর দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁরা এক ব্যবসায়ী ও তাঁর শ্বশুরের সঙ্গে বচসায় জড়ান। এই অপরাধে এক সময় তাঁদের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু, জামিনে ছাড়া পান তাঁরা। এবার ১১ বছর পর সেই মামলার শুনানি।

জানা গিয়েছে, ২০১২ সালে সইল আলি খান ও তাঁর দুই বন্ধু মিলে তাজ হোটেলের অভ্যন্তরে ওয়াসাবি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানেই এই দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও তাঁর শ্বশুরের সঙ্গে বচসা বাঁধে। ঘটনা গালিগালাজ পর্যন্ত পৌঁছায়। তারপর সেই ব্যবসায়ী স্থানীয় থানায় মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে সইফ আলি খান ও তাঁর দুই বন্ধু শাকিল লাদাক ও বিলাল অমরোহীকে গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিন পান। এবার সেই মামলার শুনানি শুরু হবে।

Latest Videos

২৫ জুন থেকে মামলার শুনানি হবে। ২৪ এপ্রিল সইফ আলি খান ও তাঁর দুই বন্ধির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এই মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করার জন্য সমন পাঠানো হয়েছে। ১৫ জুন মামলার পরবর্তী শুনানি।

শীঘ্রই মুক্তি পাবে আদিপুরুষ। এই ছবি দিয়ে দক্ষিণী ছবিতে ডেবিউ করবেন সইফ। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামচরিতমানস থেকে মরিয়দা পুরুষোত্তম শ্রী রামের বায়োপিক নিয়ে তৈরি আদিপুরুষ। এই ছবিতে রামের অবতারে অভিনয় করতে দেখা দেবেন প্রভাসকে। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন। রাবণের ভূমিকায় রয়েছে সইফ আলি খান। বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছর জুন মাসে।

এরই আগে আইনী মামলা নিয়ে খবর এলেন সইফ আলি খান। ১১ বছরের পুরনো এই মামলা। শীঘ্রই শুরু হবে এর শুনানি। এই কারণে ফের খবরে এলেন সইফ। ছবি মুক্তির আগে এমন সমস্যার খবর সামনে আসতেই শুরু হল বিতর্ক। অনেকেই মনে করছেন এই আইনী মামলার কারণে ছবির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই সময় জানা যাবে ছবির ওপর কোনও খারাপ প্রভাব পড়ে কি না। পুরনো এই মামলা সইফের কেরিয়ারে কোনও খারাপ প্রভাব পড়ে কি না।

 

আরও পড়ুন

The Kerala Story: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আধা শর্মা, সড়ক দুর্ঘটনার শিকার নায়িকা

সলমন-সোনাক্ষী-জ্যাকলিন-পূজা, গ্ল্যামারের ছটায় উদ্ভাসিত ইস্টবেঙ্গল মাঠ, উদ্বেলিত জনতা

Mother's Day 2023: বলিউডের অনেক সুপার কুল মম, একার হাতে সন্তান মানুষ করে সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই মায়েরা

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী