The Kerala Story: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা আধা শর্মা, সড়ক দুর্ঘটনার শিকার নায়িকা

এর আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রীকে। তারই মধ্যে এমন দুর্ঘটনার খবর সকল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

রবিবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন আধা শর্মা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল সেই খবর। এর আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রীকে। তারই মধ্যে এমন দুর্ঘটনার খবর সকল কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে, আপাতত তিনি সুস্থ। সে কথা নিজেই জানিয়েছে।

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আধা। সেখানে জানান, দুর্ঘটনার পর তিনি সুস্থ আছেন। তেমন বড় কিছু ছিল না। টুইটে আধা লেখেন, আমি ভালো আছি বন্ধুরা। আমার দুর্ঘটনার খবর প্রচারিত হওয়ার কারণে অনেক বার্তা পাচ্ছি। পুরো দল, আমরা সবাই ভালো আছি। গুরুতর কিছু নেই। বড় কিছু নেই। তবে, উদ্বেগের জন্য ধন্যবাদ।

Latest Videos

এর আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। ছবি ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। তারই মাঝে এমন খবরে চিন্তিত সকলে। এদিকে মুক্তির আগে থেকে আইনী মামলায় জড়িয়ে রয়েছে ছবিটি। একটি সমস্যা সমাধান হচ্ছে তো আরেকটি দেখা দিচ্ছে। কোথাও নিষিদ্ধ হচ্ছে ছবিটি তো কোথাও ছবির আয় সকলের নজর কাড়ছে। ওপেনিং ডে-তে ছবির আয় করেছে ৮.০৩ কোটি। করেন। ৯ দিনে ছবির আয় প্রবেশ করেছেন ১০০ কোটির ক্লাবে। খোদ প্রধানমন্ত্রী করেছিলেন ছবির প্রশংসা। এই খবরে যখন স্বস্তি পেয়েছিলেন ছবির টিম তখন দেখা দিন নতুন বিপদ। তামিলনাড়ুর সমস্ত হল থেকে সরানো হয়েছিল ছবিটি। তারপর তা পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হয়। UP-তে আবার ‘দ্য কেরালা স্টোরি’ ট্যাক্স ফ্রি ঘোষণা করল যোগী সরকার। এর আগে মধ্যপ্রদেশের মুধ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছবিটি সে রাজ্যে করমুক্ত সুদীপ্ত সেন পরিচালিত এই বিতর্কীত ছবির আয় গড়েছে রেকর্ড। বড় বড় ছবিতের পিছনে ফেলে এগিয়েছে ছবিটি। ছবির কেন্দ্রে রয়েছেন আদা শর্মা।

এদিকে সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি সংক্রান্ত পোস্ট করেন। লেখেন, আমার আন্তরিকতাকে অসম্মান করা, আমার সততাকে উপহাস করা, হুমকি, আমাদের টিজার নিষিদ্ধ করা হয়েছে। কিছু রাজ্যে সিনেমা নিষিদ্ধ হচ্ছে, আপবাদ প্রচার শুরু হয়েছে.... শ্রোতা আপনি জিতে গিয়েছেন। আপনি জিতেছেন এবং এখন আমরা আন্তর্জাতিক হয়ে যাব।

যাই হোক, ছবির ট্রেলার লঞ্চ থেকে একের পর এক সমস্যায় ছবিটি। একাধিক আইনি মামলায় জড়িয়েছেন। তারই মাঝে আধা শর্মার এমন দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এতে চমক পেয়েছেন সকলে। তবে, তিনি যে সুস্থ তা তিনি নিজেই জানিয়েছে।

 

আরও পড়ুন

সলমন-সোনাক্ষী-জ্যাকলিন-পূজা, গ্ল্যামারের ছটায় উদ্ভাসিত ইস্টবেঙ্গল মাঠ, উদ্বেলিত জনতা

Mother's Day 2023: বলিউডের অনেক সুপার কুল মম, একার হাতে সন্তান মানুষ করে সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই মায়েরা

Mouni Roy: ইতালিতে ছুটি কাটাচ্ছেন মৌনি রায়, বরের সঙ্গে ছবি শেয়ার করলেন নায়িকা

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল