সলমন-সোনাক্ষী-জ্যাকলিন-পূজা, গ্ল্যামারের ছটায় উদ্ভাসিত ইস্টবেঙ্গল মাঠ, উদ্বেলিত জনতা

গড়ের মাঠে শনিবার শোনা গেল ভাইজান-ভাইজান চিৎকার । লেসলি ক্লডিয়াস সরণি মাতিয়ে দিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, আয়ূষ শর্মারা।

Share this Video

গড়ের মাঠে এরকম দৃশ্য এর আগে কখনও দেখা যায়নি। ইস্টবেঙ্গল মাঠে অতীতে অনুষ্ঠান করে গিয়েছেন লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অমিত কুমারের মতো সঙ্গীতশিল্পীরা। কিন্তু সেই অনুষ্ঠানের সঙ্গে দাবাং ট্যুরের আকাশ-পাতাল পার্থক্য। যে মাঠে একসময় চিমা, বাইচুংদের নামে জয়ধ্বনি শোনা যেত, সেখানেই শনিবার শোনা গেল ভাইজান-ভাইজান চিৎকার। লেসলি ক্লডিয়াস সরণি মাতিয়ে দিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, আয়ূষ শর্মারা। একের পর গানের তালে কোমর দোলালেন বলিউড তারকারা। তাঁদের সঙ্গেই উদ্বেলিত হয়ে উঠল জনতা। সলমনকে স্বাগত জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সলমনের হাতে ক্লাবের আজীবন সদস্যপদের কার্ড ও বিভিন্ন উপহার, জার্সি, উত্তরীয় তুলে দেওয়া হয়। কলকাতার প্রতি ভালোবাসার কথা জানান সলমন। উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা। সলমন বলেন, তিনি আবার কলকাতায় আসবেন। ফের ভাইকে সামনে থেকে দেখতে পাওয়া যাবে, এই আশা নিয়েই ইস্টবেঙ্গল মাঠ ছাড়েন অনুরাগীরা।

Related Video