Jawan: বিক্রি হল ৭ লক্ষ টিকিট, মুক্তি আগেই জওয়ান ছবির আয় গড়ল রেকর্ড

Published : Sep 06, 2023, 07:00 AM IST
shahrukh khan jawan

সংক্ষিপ্ত

এদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। কদিন আগে মুক্তি পেল জওয়ান ছবি ট্রেলার। এবার বিক্রি হল ৭ লক্ষ টিকিট।

বেশ কদিন ধরেই চলছে টিকিট বিক্রি। শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বিক্রি। আর শেষ পাওয়া খবর অনুসারে, ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে জওয়ান ছবির।

টিকিট বিক্রি নিয়ে প্রকাশ্যে এসেছে একটি টুইট। সেখানে বলা হয়েছে, জাতীয় মাল্টিপ্লেক্স পিভিআর- ১,৫১,২৭৮। আইনক্স- ১,০৬,২৯৭। সিনেপলিস- ৫২,৬১৫। মোট টিকিক বিক্রি হয়েছে ১১.৯৮ কোটি টাকার। দিল্লি এনসিআর- ৫৪,২৩৮ অর্থাৎ ২.৫৬ কোটি টাকা। মুম্বই- ৫০.৭০১ অর্থাৎ ২.০৮ কোটি। বেঙ্গালুরু ৪৮.১৮৪ অর্ছাৎ ১.৮৪ কোটি। হায়দরাবাদ- ৬৮.৪০৭ অর্থাৎ ১.৬৬ কোটি। কলকাতা ৪৫.৯৭৭ অর্থাৎ ১.৪৬ কোটি। চেন্নাই ৬০.৪১৫ অর্থাৎ ১.৬০ কোটি। ভারত জুডে মোট ৭,২৭,২০০ টিকিট বিক্রি হয়েছে। যার মূল্য ২০.০৬ কোটি টাকা।

এদিকে অগ্রিম টিকিট বুকিং-র তালিকায় শীর্ষে ছিল বাহুবলী। এক বিশেষ টুইটে জানা যায়। মুক্তির আগে বাহুবলী ২ ছবির টিকিট বিক্রি হয়েছিল ৬,৫০,০০০। পাঠান ছবির টিকিট বিক্রি হয়েছিল ৫,৫৬,০০০। কেজিএফ ২ ছবির টিকিট বিক্রি হয়েছিল ৫,১৫,০০০। ওয়্যার ছবির টিকিট বিক্রি হয়েছিল ৪,১০, ০০০। থাগস অফ হিন্দুস্তান ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,৪৬,০০০। প্রেম রতন ধন পাও ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,৪০,০০০। ভারত ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,১৬,০০০। সুলতান ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,১০,০০০। দঙ্গল ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,০৫,০০০। ব্রক্ষাস্ত্র ছবির টিকিট বিক্রি হয়েছিল ৩,২০,০০০।

এদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে জওয়ান। কদিন আগে মুক্তি পেল জওয়ান ছবি ট্রেলার। মুক্তির পরই এক প্রকার ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। ২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলার জুড়ে শুধু রয়েছে অ্যাকশন। ট্রেলারের শাহরুখের একাধিক লুক দেখা গিয়েছে। কখনও পুলিশ কর্তার সাজে দেখা দিয়েছেন তো কখনও তাঁকে দেখা গিয়েছে মেট্রো হাইজ্যাক করতে। ট্রেলারে জুড়ে রয়েছে বিশেষ বিশেষ চমক।

ট্রেলারের শুরুর দৃশ্যের শহরের বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে এক রাজার কাহিনি। তাঁর লড়াইরের কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নানান অ্যাকশন সিক্যুয়েন্স। আবার দেখা যাচ্ছে, মেট্রো হাইজ্যাকের ঘটনা। এই ট্রেলার জুড়ে আছে শুধুই অ্যাকশন সিক্যুয়েন্স। আছে দুষ্কৃতির সঙ্গে লড়াইয়ের কাহিনি। এই কয় মিনিটের ট্রেলার বলছে বেশ চমক নিয়ে আসছে ছবিটি। ছবিতে শাহরুখ ছাড়াও দেখা মিলেছে বিজয় সেতুপতির। তেমনই দেখা মিলেছে, দীপিকা পাড়ুকোণ, প্রিয়ামণি ও সানা মালহোত্রার। রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিয়েছেন নয়নতারা।

 

 

আরও পড়ুন

Tomader Rani: স্টার জলসার পর্দায় নতুন সিরিয়াল তোমাদের রানী, একটি মেয়ের ডাক্তার হওয়ার লড়াই

Mouni Roy: কালো শাড়িতে রীতিমত উষ্ণতা ছড়ালেন মৌনী রায়, দেখুন ছবিতে

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া পোস্ট বাড়িয়ে দিল দেশের নাম পরিবর্তনের জল্পনা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক