Varun Dhawan: বন্ধ হল গুজব, বরুণ ধাওয়ানের বাবা হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বরুণের বন্ধু

দাম্পত্য জীবন সুখেই কাটছে নতাশা বরুণের। তাই এর মাধ্যে পরিবারে নতুন সদস্যের আগমনের খবর খুব একটি অস্বভাবিক নয়। তাই নতাশা ও বরুণকে গাইনির ক্লিনিকের বাইরে দেখে সকলেই এমন আন্দাজ করেছেন।

বরুণের পরনে নীল রঙের শার্ট আর কালো প্যান্ট। নতাশার পরেছিলেন কালো প্রিন্টেড ড্রেস। সম্প্রতি, স্ত্রী নাতাশাকে নিয়ে এক গাইনির ক্লিনিকে দেখা যায় বরুণকে। লেন্স বন্দি হন তাঁরা। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, নতুন সদস্য আসছে বরুণ-নতাশার পরিবারে। ২০২১ সালে ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন বরুণ-নাতাশা। হাই স্কুল থেকে চুটিয়ে প্রেম করেছেন দুজনে। তারপর প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন। দাম্পত্য জীবন সুখেই কাটছে নতাশা বরুণের। তাই এর মাধ্যে পরিবারে নতুন সদস্যের আগমনের খবর খুব একটি অস্বভাবিক নয়। তাই নতাশা ও বরুণকে গাইনির ক্লিনিকের বাইরে দেখে সকলেই এমন আন্দাজ করেছেন।

তবে, এই খবর শুনে বেজায় চটে গিয়েছেন বরুণ। তিনি ভক্তদের কিছু না বললেন, তাঁর হয়ে এক বন্ধু জানালেন আসল কথা। সম্প্রতি তাঁর এক বন্ধু বলেন, লোকজন যা খুশি তাই লেখালিখি শুরু করেছেন। ঠিক কী ঘটেছে তা জানার প্রয়োজন বোধ করেন না। এমন কিছু লেখা হচ্ছে, যে খবরের কোনও ভিত্তি নেই। এটা তো সময় কাটানোর বিষয় নয়। তিনি এও জানান যে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ নয় বরং চর্মরোগ বিশষজ্ঞের কাছে গিয়েছিলেন নতাশা আর ওই ক্লিনিকের সামনে দাঁড়িয়ে শুধু কথা বলেন। সে কারণে সকলে মনে এমন ভুল ধারণা তৈরি হয়েছে। সে যাই হোক, আপাতত বরুণের পরিবারে কোনও নতুন সদস্যের আগমনের খবর নেই। এমনটাই বোঝা যাচ্ছে বরুণ ঘনিষ্ঠ বন্ধুর কথা।

Latest Videos

২০১০ সালে মাই নেম ইজ খান ছবিতে অ্যাসিসটেন্স ডিরেক্টর হিসেবে কাজ করেন। এরপর ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে ডেবিউ করেন বলিউডে। এরপর ম্যায় তেরা হিরে, হামটি শর্মা কি দুলহানিয়া ছবি করেন। এরপর বদলাপুর, এবিসিডি ২, দিলওয়ালেস দৃশ্যম, জুদা ২, অক্টোবর, কুলি নম্বর ১, ভেরিয়া -র মতো ছবিতে দেখা গিয়েছে বরুণকে। বরাবরই হিট ছবি দর্শদের উপহার দিতে চান বরুণ। বর্তমানে বরুণের হাতে আছে বাওয়াল ছবি। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব মিলিয়ে কাজ নিয়ে সব সময় বেশ ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। ছবির কাজ নিয়ে বারে বারে খবরে আসেন তিনি। সে যাই হোক, বর্তমানে নিজের কাজেই মন দিয়েছেন বরুণ। বরুণ ধাওয়ানের বাবা হওয়ার খবরটি যে গুজব, তা জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

 

আরও পড়ুন

Viral Picture: মালতী মেরির প্রথম ইস্টার, দেখে নিন ছবি পোস্ট করে কী লিখলেন প্রিয়াঙ্কা

৩০০ কোটি টাকা বরাদ্দ হল ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির জন্য, আসছে বিগ বাজেটের ছবি

জিম নিয়ে বিপাকে শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি নির্দোষ, ক্ষমা চাইলেন নায়িকা

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia