Varun Dhawan: বন্ধ হল গুজব, বরুণ ধাওয়ানের বাবা হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন বরুণের বন্ধু

Published : Apr 10, 2023, 02:30 PM IST
Varun Dhawan Wife Natasha Dalal

সংক্ষিপ্ত

দাম্পত্য জীবন সুখেই কাটছে নতাশা বরুণের। তাই এর মাধ্যে পরিবারে নতুন সদস্যের আগমনের খবর খুব একটি অস্বভাবিক নয়। তাই নতাশা ও বরুণকে গাইনির ক্লিনিকের বাইরে দেখে সকলেই এমন আন্দাজ করেছেন।

বরুণের পরনে নীল রঙের শার্ট আর কালো প্যান্ট। নতাশার পরেছিলেন কালো প্রিন্টেড ড্রেস। সম্প্রতি, স্ত্রী নাতাশাকে নিয়ে এক গাইনির ক্লিনিকে দেখা যায় বরুণকে। লেন্স বন্দি হন তাঁরা। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন, নতুন সদস্য আসছে বরুণ-নতাশার পরিবারে। ২০২১ সালে ২৪ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন বরুণ-নাতাশা। হাই স্কুল থেকে চুটিয়ে প্রেম করেছেন দুজনে। তারপর প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন। দাম্পত্য জীবন সুখেই কাটছে নতাশা বরুণের। তাই এর মাধ্যে পরিবারে নতুন সদস্যের আগমনের খবর খুব একটি অস্বভাবিক নয়। তাই নতাশা ও বরুণকে গাইনির ক্লিনিকের বাইরে দেখে সকলেই এমন আন্দাজ করেছেন।

তবে, এই খবর শুনে বেজায় চটে গিয়েছেন বরুণ। তিনি ভক্তদের কিছু না বললেন, তাঁর হয়ে এক বন্ধু জানালেন আসল কথা। সম্প্রতি তাঁর এক বন্ধু বলেন, লোকজন যা খুশি তাই লেখালিখি শুরু করেছেন। ঠিক কী ঘটেছে তা জানার প্রয়োজন বোধ করেন না। এমন কিছু লেখা হচ্ছে, যে খবরের কোনও ভিত্তি নেই। এটা তো সময় কাটানোর বিষয় নয়। তিনি এও জানান যে, স্ত্রী রোগ বিশেষজ্ঞ নয় বরং চর্মরোগ বিশষজ্ঞের কাছে গিয়েছিলেন নতাশা আর ওই ক্লিনিকের সামনে দাঁড়িয়ে শুধু কথা বলেন। সে কারণে সকলে মনে এমন ভুল ধারণা তৈরি হয়েছে। সে যাই হোক, আপাতত বরুণের পরিবারে কোনও নতুন সদস্যের আগমনের খবর নেই। এমনটাই বোঝা যাচ্ছে বরুণ ঘনিষ্ঠ বন্ধুর কথা।

২০১০ সালে মাই নেম ইজ খান ছবিতে অ্যাসিসটেন্স ডিরেক্টর হিসেবে কাজ করেন। এরপর ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে ডেবিউ করেন বলিউডে। এরপর ম্যায় তেরা হিরে, হামটি শর্মা কি দুলহানিয়া ছবি করেন। এরপর বদলাপুর, এবিসিডি ২, দিলওয়ালেস দৃশ্যম, জুদা ২, অক্টোবর, কুলি নম্বর ১, ভেরিয়া -র মতো ছবিতে দেখা গিয়েছে বরুণকে। বরাবরই হিট ছবি দর্শদের উপহার দিতে চান বরুণ। বর্তমানে বরুণের হাতে আছে বাওয়াল ছবি। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব মিলিয়ে কাজ নিয়ে সব সময় বেশ ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। ছবির কাজ নিয়ে বারে বারে খবরে আসেন তিনি। সে যাই হোক, বর্তমানে নিজের কাজেই মন দিয়েছেন বরুণ। বরুণ ধাওয়ানের বাবা হওয়ার খবরটি যে গুজব, তা জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

 

আরও পড়ুন

Viral Picture: মালতী মেরির প্রথম ইস্টার, দেখে নিন ছবি পোস্ট করে কী লিখলেন প্রিয়াঙ্কা

৩০০ কোটি টাকা বরাদ্দ হল ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির জন্য, আসছে বিগ বাজেটের ছবি

জিম নিয়ে বিপাকে শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি নির্দোষ, ক্ষমা চাইলেন নায়িকা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?