Jolly LLB 3: আসছে জলি এলএলবি ৩, দুই উকিলের ভূমিকায় দেখা দেবেন অক্ষয়-আরশাদ

Published : Jun 09, 2023, 07:11 AM IST
Jolly LLB 2

সংক্ষিপ্ত

আসছে ‘জলি এলএলবি ৩’। আর এই ছবিতে থাকবেন আরশদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার দুজনেই। এমনই খবর বলিপাড়ায়।

আসছে ‘জলি এলএলবি’ সিরিজের নতুন ছবি। শোনা যাচ্ছে, তৈরি হবে ‘জলি এলএলবি ৩’। ইতিমধ্যে মুক্তি পাওয়া ‘জলি এলএলবি’ এবং ‘জলি এলএলবি ২’ ছবিটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। এবার সেই সাফল্যের রেশ টেনেই আসছে ‘জলি এলএলবি ৩’। আর এই ছবিতে থাকবেন আরশদ ওয়ার্সি এবং অক্ষয় কুমার দুজনেই। এমনই খবর বলিপাড়ায়।

‘জলি এলএলবি’ ছবিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ার্সি। তেমনই ‘জলি এলএলবি ২’ ছবিতে অক্ষয় কুমারের অভিনয় সকলের নজর কেড়েছিল। এবার এবার ‘জলি এলএলবি ৩’ ছবিতে জুটি বাঁধবেন অক্ষয়-আরশাদ। এক রিপোর্ট অনুসারে, শীঘ্রই শুরু হবে ‘জলি এলএলবি’ ছবির কাজ। শুরু হবে শ্যুটিং। আপাতত ছবির কাস্ট নির্বাচন থেকে শুরু করে প্রি প্রোডাকশনের কাজ চলছে। এই সকল কাজ শেষ হলে শুরু হবে শ্যুটিং।

বর্তমানে হিট ছবির সিক্যোয়েল তৈরির ট্রেন্ড চলছে বলিউডে। এর আগও একাধিক ছবির সিক্যোয়েল তৈরি হতে দেখা গিয়েছে। ডন ছবির একাধিক সিরিজ মুক্তি পেয়েছে। তেমনই টাইগার ছবির একাধিক সিরিজ পছন্দ করেছেন দর্শকেরা। এরই সঙ্গে মুক্তি পেয়েছে বহু ছবির সিক্যোয়েল। এবার সেই রীতি বজায় রেখে তৈরি হবে জলি এল এল বি ৩। এর আগের দুটি সিরিজই বেশ সফল ছিল। এবার সেই তালিকায় সংযোগিত হচ্ছে নতুন ছবি।

এই ছবির বড় পাওনা বলতে, অক্ষয়-আরশাদ জুটি। যদিও এরা আগেও একসঙ্গে কাজ করেছেন। বচ্চন পান্ডে ছবিতে দেখা গিয়েছিল তাঁদের। সে সময় ছবিটি তেমন সাফল্য পায়নি। তাই অনেকেই আশা এবার নতুন কিছু নিয়ে আসছে অক্ষয়-আরশাদ। এই অক্ষয়-আরশাদ জুটি এবার রূপোলি পর্দায় ম্যাজিক করতে পারে কি না তাই দেখার।

এদিকে অক্ষয়ের হাতে রয়েছে একাধিক কাজ। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সেলফি। এবছর মুক্তি পেতে পারে ওএমজি ২। এছাড়া হাতে আছে দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ, ফির হেরা ফিরি-সহ আরও একাধিক ছবি।

এদিকে আরশাদ অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি বচ্চন পান্ডে। ২০২২ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এবার কাজ শুরু করবেন জলি এলএলবি ৩ ছবির। ছবিতে একজন উকিলের বেশে দেখা যাবে তাঁকে। অক্ষয়ের সঙ্গে কেস লড়বেন তিনি। একেবারে নতুনত্ব আনার চেষ্টা করছেন এই ছবিতে। বাকি দুই হিট ছবির তালিকায় যাবে এটি স্থান পায়, তাই প্রচুর পরিশ্রম করে চলেছে ছবির টিম।

 

 

আরও পড়ুন

'নষ্টনীড় আসলে একটা সুন্দর গল্প', একান্ত আড্ডায় একযোগে বললেন সন্দীপ্তা সেন ও অদিতি রায়

শুধু আমাদের ইন্ডাস্ট্রিতেই মি টু আছে এমনটা নয়, একান্ত সাক্ষাৎকারে বললেন সন্দীপ্তা

অদিতি রায়ের সঙ্গে কাজ করলে স্ট্রেস লেভেলটা নেমে যায়, একান্ত সাক্ষাৎকারে বললেন সন্দীপ্তা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য