Shahid Kapoor: করিনার এক ‘বিশেষ গুণ’ তাঁকে সকলের থেকে আলাদা করত, প্রাক্তন সম্পর্কে খোলামেলা শাহিদের

Published : Jun 08, 2023, 09:25 AM ISTUpdated : Jun 08, 2023, 01:26 PM IST
shahid kapoor birthday here is all bollywood actor career property and lifestyle

সংক্ষিপ্ত

নিজের প্রাক্তন সম্পর্কে মুখ খুললেন শাহিদ। করিনা কাপুরের সঙ্গে শাহিদের সম্পর্কের কথা সকলেই জানা। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা কিন্তু, পরে তা বিচ্ছেদ হয়। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাহিদ। সকলকে জানালেন তাঁর বিশেষ গুণের কথা।

চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ৯ জুন মুক্তি পেতে চলেছে ব্লাডি ড্যাডি। জিও সিনেমাতে মুক্তি পাবে ছবিটি। এর আগে মনের কথা জানালেন শাহিদ কাপুর। বলিউডের এই চকোলেট বয় বহুদিন পর মুখ খুললেন প্রাক্তন প্রেমিকা করিনা কাপুরের প্রসঙ্গে। বর্তমানে চলছে ব্লাডি ড্যাডি ছবির প্রোমোশনের কাজ। প্রোমোশনের কাজে এদিক ওদিক যেতে হচ্ছে শাহিদকে। সঙ্গে দিয়ে চলেছেন সাক্ষাৎকার। এবার এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সম্পর্কে মুখ খুললেন শাহিদ। করিনা কাপুরের সঙ্গে শাহিদের সম্পর্কের কথা সকলেই জানা। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা কিন্তু, পরে তা বিচ্ছেদ হয়। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন শাহিদ। সকলকে জানালেন তাঁর বিশেষ গুণের কথা।

জব উই মেট অভিনেত্রী সম্পর্কে শহিদকে প্রশ্ন করা হলে তিনি হলেন, করিনার প্রথম চলচ্চিত্র থেকে সর্বদা একটি সুপারস্টার গুণ ছিল। এটা তাঁর জন্য বিশেষ ছিল। জব উই মেট ছাড়াও ফিদা (২০০৪), চুপ চুপ কে, ৩৬ চায়না টাউন (২০০৬) -র মতো ছবিতে কাজ করেছেন। ২০১০ সালে মিলেঙ্গে মিলেঙ্গে ছবিতে শেষ বার দেখা গিয়েছিল তাঁদের।

করিনার বর্তমান স্বামী সইফ আলি খান প্রসঙ্গে প্রশ্ন করে হলে তিনি হলেন, তাঁরা একই জিমে যেতেন। তবে, সেকরকম আলাপ হয়নি বলে জানান শাহিদ। তবে, ২০১৭ সালে রেঙ্গুন ছবিতে সইল আলি খান, কঙ্গনার সঙ্গে কাজ করেন শাহিদ।

সে যাই হোক, আপাতত নতুন ছবি নিয়ে ব্যস্ত শাহিদ। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিটি অ্যাকশন থ্রিলার ছবি। আদিত্য বসু ও সিদ্ধার্থ গরিমার সঙ্গে কাজ করেছেন তিনি। ছবিতে শাহিদ কাপুর, সঞ্জয় কাপুর, ডায়না পেন্টি, রনিত রায়, রাজীব খান্ডেলওয়ালা, অঙ্কুর ভাটিয়া ও ভিভান ভাতেনা অভিনয় করেছেন। জিওসিনেমা ডিজিটালে আসবে ছবিটি।

অন্য দিকে, করিনা কাপুর খানতে পরবর্তীতে দেখা যাবে টাব্বু, কৃতি শ্যানন ও দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। রাজেশ কৃষ্ণাশ পরিচালিক এই ছবিতে। শেষ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত লাল সিং চাড্ডা। যেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেচেন করিনা কাপুর খান। এছাড়া তার হাতে আছেন দ্য বাকিংহাম মাডার্স, দ্য ডিভোশন অফ সাসপেক্ট, দ্য ক্রিউ। সব মিলিয়ে একাধিক প্রোজেক্টের কাজে ব্যস্ত করিনা কাপুর খান। সে যাই হোক, ছবির প্রচারে গিয়ে প্রাক্তন সম্পর্কে বিশেষ উক্তি করে ভাবে খবরে এলেন শাহিদ কাপুর।

আরও পড়ুন

আলিয়া বা দীপিকা নয়- অভিনয়ের জন্য তিনিই প্রথম নিতেন ১ কোটি টাকা, এক সময় ছিলেন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী

ফের স্থগিত অজয় দেবগণ অভিনীত ছবি মুক্তি, তিন বছর ধরে পিছিয়ে চলেছে ‘ময়দান’ ছবি মুক্তির দিন

'আদিপুরুষ' মুক্তির আগেই 'চুম্বন' বিতর্ক! শিরোনামে কৃতি শ্যানন ও ওম রাউত, শোরগোল নেট দুনিয়ায়!

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য