সংক্ষিপ্ত
শেষ পর্যন্ত ২৩ জুন ছবি মুক্তির কথা ছিল। কিন্তু, এবার পিছিয়ে গেল সেই দিনও। এখনও ধোঁয়াশায় ‘ময়দান’ ছবি মুক্তি।
করোনা কাল থেকে পিছিয়ে চলছে ছবি মুক্তির দিন। অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ ছবিটি ফের পড়ল বিপাকে। শেষ পর্যন্ত ২৩ জুন ছবি মুক্তির কথা ছিল। কিন্তু, এবার পিছিয়ে গেল সেই দিনও। এখনও ধোঁয়াশায় ‘ময়দান’ ছবি মুক্তি।
২০২০ সালে ২৭ নভেম্বর এই ছবি মুক্তি কথা ছিল। সে সময় করোনার কারণে সেভাবে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছিল না ছবিগুলো। তাই ছবি মুক্তি স্থগিত হয়। তারপর স্থির হয় ২০২১ সালে ১৩ অগস্ট মুক্তি পাবে ছবিটি। নানান কারণে সেই দিনও স্থগিত হয়। শেষে ২০২২ সালে মুক্তির দিন স্থির হয়। সে সময় ১২ মে ২০২২ সালে মুক্তির কথা হয়েছিল ‘ময়দান’ ছবিটির। কিন্তু, সে সময়ও মুক্তি পায় নি। এবছর ফের স্থির হল দিন। কথা ছিল জুন মাসের ২৩ তারিখ মুক্তি পাবে ‘ময়দান’। কিন্তু, আবার স্থগিত হল ‘ময়দান’ মুক্তির দিন।
ছবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ময়দান’ ছবির মুক্তি দিন ফের পিছল। ২০ দিনও হাতে নেই। তাই কোনও ভাবে মুক্তি পাবে না ছবিটি। নির্মাতারা ফের খুঁজছেন নতুন মুক্তির দিন।
অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’ একটি বায়োপিক ছবি। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একজন ফুটবলারের জীবন নিয়ে তৈরি হচ্ছে। ছবির কেন্দ্রে আছে ফুটবলার কোট সৈয়দ আব্দুল রহিম। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ। এছাড়াও বিশ্বের নানান প্রান্ত থেকে ফুটবলারদের দেখা যাবে ছবিতে। জাপান, কোরয়া, ফ্রান্স -সহ বিশ্বের নানান প্রান্ত থেকে প্রকৃত ফুটবলাররা এসেছেন এই ছবিতে অভিনয় করতে।
একেবারে অন্যরকম চমক রয়েছে ‘ময়দান’ ছবিতে। ভারতীয় সিনেমায় একেবারে অন্যরকম মাত্রা যোগ করতে পারে ‘ময়দান’ ছবিটি। এটি শুধু বায়োপিক নয়, এই ছবিতে উঠে আসবে বাস্তবের ঝলক। এত প্রস্তুতি সত্ত্বেও ফের পিছিয়ে গেল ছবি মুক্তির দিন। ২০২০ সালে প্রথম মুক্তির কথা ছিল। সেই থেকে বারে বারে পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিন। এখন দেখার শেষ কবে মুক্তি পায় ছবিটি। ‘ময়দান’ ছবিতে অজয় দেবগণ ছাড়া আছেন গজরাজ রাও, অমর্ত্য রায়। ছবির সঙ্গীত করেছেন এআর রহমন। সব মিলিয়ে ছবিতে রয়েছে বিস্তর চমক। সে যাই হোক, আপাতত ছবি মুক্তির জন্য অপেক্ষা। এখন দেখার চলতি বছরে অন্য কোনও দিন স্থির হয় নাকি এই ছবি মুক্তির জন্য আরও অপেক্ষা করতে হয়।
আরও পড়ুন
'আদিপুরুষ' মুক্তির আগেই 'চুম্বন' বিতর্ক! শিরোনামে কৃতি শ্যানন ও ওম রাউত, শোরগোল নেট দুনিয়ায়!
৯ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ নষ্টনীড়, একান্ত সাক্ষাৎকারে আসল গল্প বলতে নারাজ সন্দীপ্তা
কাজের জায়গায় বন্ধুত্ব সরল করে দেয় অনেক কঠিন কাজকে, একান্ত সাক্ষাৎকারে বলছেন সন্দীপ্তা