Gufi Paintal: প্রয়াত হলে মহাভারতের 'শকুনি মামা' গুফি পেন্টাল, বয়স হয়েছিল ৭৯

Published : Jun 05, 2023, 11:44 AM ISTUpdated : Jun 05, 2023, 12:00 PM IST
mahabharata shakuni mama aka gufi paintal passes away

সংক্ষিপ্ত

বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। আজ সোমবার মুম্বইয়ে প্রয়াত হলে গুফি পেন্টাল।

ফের শোকের ছায়া ফিল্মি দুনিয়ায়। প্রয়াত হলেন গুফি পেন্টাল। মহাভারতের শকুনি মামা চরিত্রে পরিচিতি পেয়েছিলেন তিনি। বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। এর পর একাধিক চরিত্রে কাজ করলেও এই চরিত্রটি দিয়েছিল তাঁকে খ্যাতি। আজ সোমবার মুম্বইয়ে প্রয়াত হলে গুফি পেন্টাল।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর শোকের সঙ্গে আমরা আমাদের বাবা মিস্টির গুফি পেন্টাল-র মৃত্যুর কথা ঘোষণা করছি।.... আজ সকালে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অন্যদিকে, গুফি পেন্টাল-র ভাগ্নে হিতেন পেন্টাল জানান, আজ সকাল ৯টা নাগাদ প্রয়াত হন গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯।

গুফি পেন্টাল দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা ক্রমে অবনতি হচ্ছিল। ৩১ মে হাসপাতালে ভর্তি হন গুফি পেন্টাল। তিনি সকলের কাছে পরিচিত ছিলেন মামা শ্রী বা শকুনি মামা হিসেবে। জানা গিয়েছিল, হৃদযন্ত্র ও কিডনি সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগছিলেন গুফি পেন্টাল। মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ক্রমে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শেষে আজ সকালে প্রয়াত হন গুফি পেন্টাল। অভিনেত্রী গুফি পেন্টালর অসুস্থতার কথা প্রথম জানান টিনা ঘাই। তারপর তা চাওর হয়।

১৯৪৪ সালে জন্ন হয় গুফি পেন্টালর। তিনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় জগতে আসেন। টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভে কাজ করতেন তিনি। তারপর সেই চাকরি ছেড়ে অঊিনয় জগতে পা রাখেন। পৌরাণিক কাহিনি অবলম্বনে তৈরি মহাভারতে তিনি শকুনি মামা-র চরিত্রে অভিনয় করেন গুফি পেন্টাল। বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। এই চরিত্রে তিনি সাফল্য পান। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেন অভিনেতা গুফি পেন্টাল।

১৯৭৫ সালে রাফু চক্কর, ১৯৭৮ সালে দিল্লাগী, ১৯৭৮ সালে দেস পীরদেস, ১৯৯৪ সালে সুহাগ, ১৯৯৭ সালে দাভা, ২০০৬ সালে ঘূম, ২০১৩ সালে মহাঊারত অর বারবারেক, ২০১৪ সালে সম্রাট অ্যান্ড কোং- ছবিতে কাজ করেন। এর পর একাধিক সিরিয়ালে কাজ করেন গুফি পেন্টাল। শেষ তাঁকে জয় কানিয়া লাল কি -তে বিশ্বকর্মা হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। আজ প্রয়াত হলেন গুফি পেন্টাল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পুরো ফিল্মি দুনিয়া জুড়ে। ৭৯ বছরে প্রয়াত হলেন অভিনেতা গুফি পেন্টাল।

 

আরও পড়ুন

Urfi Javed: চা ভরা টি-ব্যাগের পোশাকে তাক লাগালেন উরফি, ভিরমি খেলেন ভক্তরা

Kangana Ranawat: লেহেঙ্গা ও মাথায় মুকুট পরে রানির সাজে কঙ্গনা, মুহূর্তে ভাইরাল তাঁর রয়্যাল লুক

Nora Fatehi: হিন্দি না জানায় হত সমস্যা, বলিউডে পা রেখে ‘Next Katrina Kaif’ হওয়ার পরামর্শ পেয়েছিলেন নোরা

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?