Harish Magon: প্রয়াত ‘গোলমাল’ খ্যাত অভিনেতা হরিশ মাগন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬

ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত হলেন সত্তর ও আশির দশকের অভিনেতা হরিশ মাগন। গোলমাল ছবির জন্য তিনি খ্যাতি পান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬।

ফের শোকস্তব্দ বলিউড। প্রয়াত হলেন অভিনেতা হরিশ মাগন। গোলমাল ছবির জন্য তিনি খ্যাতি পান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। সত্তর ও আশির দশকে তিনি খ্যাতি পান। তিনি গোলমাল, নমক হালাল, চুপকে চুপকে, শাহেনশা থেরে শুরু করে একাধিক ছবিতে কাজ করেন। ১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিশ মাগন। মুম্বইয়ে প্রয়াত হন অভিনেতা।

১৯৪৬ সালে ৬ ডিসেম্বরে মুম্বইয়ে জন্ম গ্রহণ করেন হরিশ মাগন। ১৯৭৪ সালে পুনের এফটিআর থেকে পড়াশোনা শেষ করেন। এরপর ছবিতে কাজ শুরু করেন। তিনি ফিল্ম অ্যান্টি টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। পুনে থেকে স্নাতক হলেছিলেন তিনি। ১৯৭৪ সালে তিনি তাপ পড়াশোনা শেষ করে অভিনয় জগতে পা রাখেন।

Latest Videos

১৯৯৭ সালে অভিনয় থেকে সরে যান হরিশ মাগন। জুহুতে তিনি প্রতিষ্ঠা করেন হরিশ মাগন অ্যাক্টিং ইনস্টিটিউট। তারপর থেকে আর তাঁকে অভিনয় করতে দেখা যায়নি। তাঁর এক ছেলে ও মেয়ে আছে। জানা গিয়েছে, হরিশ মাগনের মেয়ে সিঙ্গাপুরে থাকেন।

হরিশ মাগন নিজের কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর শেষ ছবি ছেল উফ, ইয়ে মহব্বত। আর চুপকে চুপকে ছবি দিয়ে বলিউডে পা রাখেন হরিশ মাগন। তিনি নিজের কেরিয়ারে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তালিকায় আছে নমক হালাল, চুপকে চুপকে, খুশবু, ইনকার, মুকাদ্দার কা সিকান্দার, গোলমাল ও শহেনশা।

তাঁর আকষ্মিক প্রয়ানে সকলে শোকস্তব্ধ। একে একে তারকার প্রয়াণে শোকস্তব্ধ সময় সমস্ত বলিপাড়া। সদ্য মাসে একাধিক তারকাকে হারিয়েছে সকলে। সদ্য প্রয়াত হন বাংলার ‘মহীনের ঘোড়াগুলো’-র আদি ঘোড়া বাপিদা। বাপি দাস দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। এদিকে জুন মাসেই প্রয়াত হন মালায়লম অভিনেতা কাজান খান। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার আগে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিল্লন। তেমনই ৭৯-এ প্রয়াত হন শকুনি মামা গুফি পেন্টাল। তাঁর প্রয়ানে শোকের ছায়া সর্বত্র। এদিকে গতকাল প্রয়াত হন ইউটিউবার দেবরাজ প্যাটেল। মিম বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর আজ প্রয়াত হন হরিশ মাগন। তিনি এক সময় বলিউডে সেরা তারকার তালিকায় স্থান পান। সদ্য প্রয়াত হন অভিনেতা। রিপোর্ট অনুসারে, ১ জুলাই প্রয়াত হন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৬। এমন পরের পর তারকার প্রয়ানে শোকস্তব্ধ বলিউড। 


আরও পড়ুন

Adipurush Collection: ক্রমশ কমছে আয়, দেখে নিন তৃতীয় রবিবার কত আয় করল প্রভাস-কৃতি অভিনীত ‘আদিপুরুষ’

Big Boss OTT 2: বিগ বসের ঘরে চুমু খাওয়ার অপরাধে বহিষ্কৃত হলেন আকাঙ্ক্ষা, শাস্তি পেলেন জাদ হাদিদও

Urfi Javed: ফের সাহসী লুকে উরফি জাভেদ, উদ্ভট পোশাকে অ্যাওয়ার্ড শো-তে হাজির নায়িকা

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News