- Home
- Entertainment
- Bengali Cinema
- নীল জলের তলায় উষ্ণতার আবেশে ঠোঁঠে-ঠোঁঠ জিতু-নবনীতার, শ্রাবন্তীর সঙ্গে ছবির কাজের ফাঁকে স্ত্রী-র জন্য প্রার্থনা অপরাজিত-র নায়কের
নীল জলের তলায় উষ্ণতার আবেশে ঠোঁঠে-ঠোঁঠ জিতু-নবনীতার, শ্রাবন্তীর সঙ্গে ছবির কাজের ফাঁকে স্ত্রী-র জন্য প্রার্থনা অপরাজিত-র নায়কের
- FB
- TW
- Linkdin
নবনীতার জন্য প্রার্থনা জিতুর
এই ছবিটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন জিতু কমল। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে নাম মায়ো হো রেঙ্গে কয়ো। এটা জাপানিতে একটি বৌদ্ধ মন্ত্র। যার ইংরাজি তর্জমা- ডিভোশন টু দ্য মিস্টিক ল অফ দ্য লোটাস সূত্রা। বাংলায় এর মানে- পদ্ম যেমন করে পাপড়ির যোগবন্ধনে নিজের রূপ ও সৌন্দর্যকে উনমুক্ত করে মেলে ধরে, পদ্মের সেই রহস্যভরা সম্পর্কের অপার সৌন্দর্যে বিশ্বাস রাখো এবং পদ্মের নিয়মে নিজেকে ভক্তিকে জাগ্রত করো। জিতুর এমন পোস্ট দেখে অনেকে তাঁকে উৎসাহ ভরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কাউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন- এত সুন্দর সম্পর্ককে ভেঙে যেতে দিও না।
শ্রাবন্তীর সঙ্গে ছবির কাজে ব্যস্ত জিতু
এসকে মুভিজের প্রযোজনায় আমি আমার মতো ছবি-র কাজ নিয়ে ভীষণ ব্যস্ত জিতু কমল। সম্প্রতি আমি আমার মতো ছবির মহরত ঘিরে পূজোও হয়ে গেল। সেই ছবি ক্ল্যাপস্টিক সহ শেয়ার করেছেন জিতু।
পেশাদারিত্বের মাঝেও আবেগ আসে
অভিনেতার প্রথম এবং প্রধান পরিচয় তাঁর শত দুঃখ-কষ্টের মধ্যেও আম জনতার সামনে সমস্ত কিছু ভুলে হাসি ও উচ্ছ্বাসে ভরা চেহেরাটা তুলে ধরা। জিতুর ছবির দেখে বোঝায় উপায় নেই যে তাঁর ব্যক্তিগত জীবনে কতটা ঝড় বয়ে চলেছে। আসলে এটাই একজন ইন-ক্যামেরা পার্সোনালিটির পেশাদারিত্ব।
আমি আমার মতো সিনেমার মহরতের ছবি পোস্ট
যতই আমরা কাজের ব্যস্ততা দেখাই। নিজেকে শান্ত ও ডোন্ট কেয়ার দেখানোর চেষ্টা করি তাতে তো আর হঠাৎ করে দুঃখ-কষ্টটা মিথ্যে হয়ে যায় না। ক্ল্যাপস্টিক হাতে জিতুর এমন পোজ হয়তো প্রমাণ করছে তাঁর পেশাদারিত্ব। কিন্তু যখন এমনই সব প্রবল ব্যস্ততার মাঝেও ভেঙে যাওয়া সম্পর্কের জন্য কেউ প্রার্থনা করে নতুন করে সেই সম্পর্ককে জোড়া লাগাতে তখন বলতেই হয় অভিনয় মানুষের অভ্যাসগত একটি স্বভাব। কিন্তু আবেগ মানুষের জন্মগত অভ্যাস।
নীল জলের নিচে উষ্ণতার আবেশে চুম্বন
জিতু কমলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনও জ্বল-জ্বল করছে এই ছবিটি। যে ছবি বুঝিয়ে দেয় সম্পর্কের সমীকরণের হাজারো কথা। জিতু নিজেই ছবির ক্যাপশন দিয়েছিলেন জলীয় বাষ্প।
জিতুর বুকে নবনীতা
জিতু কমল এবং নবনীতা-র গভীর সম্পর্কের আরও এক পরিচয় এই ছবিটি। তখন যেন সব ঠিক ছিল, এক মানুষের আর এক মানুষের প্রতি বিশ্বাসও ছিল। দূরে সরে যাওয়ার আগে আরও যেন গভীরভাবে কাছে আসা।
হামে তো লিফট করা দে!
জিতু-নবনীতার আরও এক পুরনো ছবি। লিফটের অন্দরে এই ছবিতে দুই মানব-মানবীর নিজস্বী। যদিও, সম্পর্কের এই রসায়ন এখন নাকি শুধুই এক ঝরা পাতার গান। এক সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নবনীতা নাকি জানিয়েছেন, অক্টোবরে চুকে যাচ্ছে সাত পাকের শাখা-সিঁদূরের সম্পর্ক। ৩ মাসের বিচ্ছেদে পড়তে চলেছে আইনি সিলমোহর। কিন্তু, জিতু ও তাঁর ভক্তদের প্রার্থনায় বেজে উঠবে কি কোনও ক্যালিপসো, বাজবে কি কবি রবীর কোনও মিলনের সুর!
লন্ডনে শ্রাবন্তীর সঙ্গে শ্যুটিং
আমি আমার মতো ছবির শ্যুটিং-এ সম্প্রতি লন্ডনে ছিলেন জিতু। সঙ্গে ছিলেন ছবির নায়িকা শ্রাবন্তী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীরা। আর এই শ্যুটিং-এর পরই প্রকাশ্যে আসে নবনীতার ফেসবুক পোস্ট।
লন্ডনে আরও এক ছবির শ্যুটিং
বাবুসোনা নামে আরও এক ছবির কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন জিতু কমল। সেই ছবির প্রযোজকও এসকে মুভিজ। ওই ছবির কাজেও কয়েক মাস আগে লন্ডনে থাকতে হয়েছিল জিতু-কে।
অরণ্যের দিনরাত্রি
অরণ্যের ঘোর লাগা নিস্তবদ্ধতায় ঝিঁঝিঁ-র ডাক, কখনও কানে ভেসে আসা জন্তু-জানোয়ারদের চিৎকার। জিতুর অরণ্যের দিনরাত্রি কি নিয়ে অপেক্ষা করছে- তাও জানা যাবে খুব শীঘ্রই। অরুণ রায় পরিচালিত এই ছবির কাজও নাকি প্রায় শেষ। কিন্তু, অরণ্যের দিন-রাত্রিতে রোমাঞ্চের অনুভূতি ও উত্তেজনা থাকুক ভরপুর। কিন্তু, বাস্তবের সম্পর্কের যাত্রাপথে কেউ কি চাইবে এমন রোমাঞ্চের অনুভূতি- যেখানে ভেঙে গুড়িয়ে যাওয়ার আশঙ্কায় দুই মানুষ।