Shreyas Talpade: মারপিটের দৃশ্য শুট করার পরেই হার্ট অ্যাটাকে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তলপড়ে!

Published : Dec 15, 2023, 07:31 AM ISTUpdated : Dec 15, 2023, 07:38 AM IST
Shreyas Talpade

সংক্ষিপ্ত

শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

ইদানিং ওয়েলকাম টু দ্য জঙ্গল-এর শুটিং-এ প্রায় প্রত্যেকদিনই ব্যস্ত থাকেন বলিউডের খ্যাতনামা অভিনেতা শ্রেয়স তলপড়ে। বৃহস্পতিবার সকাল থেকেও তাঁর শরীর ঠিকই ছিল। কিন্তু, শুটিং-এর পর থেকেই শরীরে অনুভব করতে থাকেন চূড়ান্ত অস্বস্তি। হাসপাতালে নিয়ে যেতেই আশঙ্কার খবর।

-

শারীরিক পরীক্ষা করে চিকিৎসকরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৪৭ বছর বয়সি অভিনেতা শ্রেয়স তলপড়ে। বর্তমানে আন্ধেরি ওয়েস্ট মুম্বইয়ের বেলে ভিউ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর হার্টে এনজিওপ্লাস্টি করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর শুক্রবার সকালে আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। 

-

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে সুস্থ থাকতেই দেখা গেছে অভিনেতাকে। Welcome 3 সিনেমার শুটিং সেটে অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিতেও মজে ছিলেন তিনি। বেলার দিকে একটি মারপিটের দৃশ্য শুট করা হয়। তারপর তিনি সন্ধে নাগাদ বাড়ি ফেরেন এবং শরীরে অস্বস্তি বোধ করতে শুরু করেন। স্ত্রী দীপ্তি তলপড়েকে সেই কথা জানানোর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।  

 

PREV
click me!

Recommended Stories

ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত
বোনের বিয়েতে আবেগঘন পোস্ট কার্তিকের, দেখে নিন কী লিখলেন এই বলিতারকা