বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বিশেষ মন্তব্য দীপিকার, তাহলে কি সত্যিই ভাঙছে দীপিকা-রণবীরের বিয়ে

Published : May 12, 2023, 07:01 AM IST
deepika padukone raveer singh

সংক্ষিপ্ত

শেষ কিছুদিন ধরে তাঁদের ডিভোর্সের খবর ঘোরা ফেরা করছে সর্বত্র। অনেকেই বলছেন সম্পর্ক ভাঙছে দীপবীরের। শীঘ্রই আলাদা হতে চলেছেন তাঁরা।

বলিউডে রিল ও রিয়েল লাইফের হিট জুটির তালিকা তৈরি করতে বসলে শুরুর দিকে স্থান পান দীপিকা পাড়ুকোণ ও রণবীর সিং। তাঁদের প্রেম থেকে বিয়ে পুরোটা সিনেমার থেকে কম নয়। ২০১৮ সালে বিয়ে করেন তাঁরা। তারপর থেকে সুখেই কাটছিল দাম্পত্য জীবন। প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে এক সঙ্গে হাজির হচ্ছিলেন। তেমনই যে যার কাজ করছেন জমিয়ে। এর সঙ্গে জনসমক্ষে একে অপরকে প্রেম নিবেদনেও দেখা যেত। সকলের মতে, সুখেই ছিলেন রণবীর দীপিকা। কিন্তু, শেষ কিছুদিন ধরে তাঁদের ডিভোর্সের খবর ঘোরা ফেরা করছে সর্বত্র। অনেকেই বলছেন সম্পর্ক ভাঙছে দীপবীরের। শীঘ্রই আলাদা হতে চলেছেন তাঁরা। তবে, এই নিয়ে দুজনে কোনও মন্তব্য করেননি।

২০১৮ সালে ইতালির লেক কোমোতে সাত পাকে বাঁধা পড়েন দীপিকা-রণবীর। দেখতে দেখতে কেটে গিয়েছে পাঁচ বছর। তবে, তাঁদের প্রেম বহুদিনের। সদ্য গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদের। এদিকে সম্প্রতি দীপিকার এক সাক্ষাৎকার উষ্কে দিয়েছে এই গুঞ্জন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, দাম্পত্য সম্পর্কে ভালো-খারাপ দিক আছে। তিনি বলেন, আমরা সিনেমা ও আমাদের চারপাশের বিয়ে দেখে অনুপ্রাণিত হই। কিন্তু, যত দ্রুত কেউ বুঝতে পারবেন যে তাঁদের সফরটা অন্য সকলের থেকে আলাদা সেটা তাঁদের সম্পর্কের জন্য ততটা মঙ্গল। তিনি বলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন হল ধৈর্য্য। হয়তো আমার কথাগুলো লাভগুরুদের মতো শুনতে লাগছে তবে এটাই ঠিক। তিনি বলেন, শুধু আমি রণবীর নই, আমাদের মতো অনেক দম্পতি আগের প্রজন্মের কাছ থেকে এই ধৈর্য্যের ব্যাপারটা শিখতে পারে।

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর সকলের মনে এসেছে প্রশ্ন। তবে কি ধৈর্য্যের অভাবে ভাঙতে চলেছে তাদের সম্পর্ক? নিদের সম্পর্কের কথাই বললেন তিনি। নাকি বিয়ে টিকিয়ে রাখতে বিস্তর ধৈর্য্য রাখতে হচ্ছে তাঁদের। এমনই হাজার প্রশ্ন ঘোরা ফেরা করছে সকলের মনে।

বর্তমানে একাধিক কাজে ব্যস্ত দীপিকা। হৃতিকের সঙ্গে কাজ করবেন নায়িকা। তেমনই প্রভাসের সঙ্গে ছবি রয়েছে তাঁর হাতে। অন্য দিকে, একাধিক ছবির কাজে ব্যস্ত রণবীরও। দুজনেই দুজনের কেরিয়ার নিয়ে ব্যস্ত। এরই মাঝে সম্পর্ক ভাঙার গুঞ্জনের দরূন খবরে দীপিকা পাড়ুকোণ ও রণবীর সিং। তাদের মধ্যে সত্যিই কোনও সমস্যা আছে নাকি পুরোটা গুঞ্জন তা তো সময় বলবে।

 

আরও পড়ুন

ফের হিন্দি ওয়েব সিরিজে প্রসেনজিত, সামনে এল সাংবাদিকের চরিত্রে অভিনেতার ফার্স্ট লুক

Spiderman: আইপিএল-এর মাঝেই ভারতীয়-স্পাইডারম্যান শুবমান গিল, উচ্ছ্বসিত অনুরাগীরা

১৩ বছর পরে কলকাতায় সলমন খান, কালীঘাটের বাড়িতে গিয়ে মমতার সঙ্গে দেখা করবেন

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল