‘শাহরুখ খান অভিনয় জানেন না, সৌন্দর্যের মাপকাঠিতে ফেলা যায় না তাঁকে’- বাদশাকে নিয়ে কুমন্তব্য পাক অভিনেত্রীর

তিনি বললেন, শাহরুখ খান একটা দারুন ব্যক্তিত্বের অধিকারী। তবে, যদি সৌন্দর্যের মাপকাঠিতে ফেলেন, তাহলে তিনি এক্কেবারেই সুদর্শন নন। তিনি এর ধারে কাছেও আসবেন না।

বাদশা অভিনয় জানেন না। এমন বিতর্কীত মন্তব্য করে খবের এলেন পাকিস্তানি অভিনেত্রী মাহনুর বালুচ। তিনি বললেন, আমার মনে হয় শাহরুখ খান অভিনয় জানেন না। তবে উনি দারুণ ব্যবসায়ী। তিনি জানেন কীভাবে নিজের কাজ বিক্রি করতে হয়। এক টক শো ‘হা কারদি’-তে এসে বিতর্কীত মন্তব্য করে খবরে এলেন নায়িকা।

তিনি আরও বললেন, শাহরুখ খান একটা দারুন ব্যক্তিত্বের অধিকারী। তবে, যদি সৌন্দর্যের মাপকাঠিতে ফেলেন, তাহলে তিনি এক্কেবারেই সুদর্শন নন। তিনি এর ধারে কাছেও আসবেন না। তবে ওঁর একটা শক্তিশালী ব্যক্তিত্ব আছে, আর রয়েছে একটি অদ্ভুত দ্যুতি। সে কারণে লোকে তাঁকে সুন্দর মনে করে। বহু সুন্দর মানুষ আছেন যাদের ব্যক্তিত্বে এমন ঝলক নয়। সে কারণে তারা খবরে আসেন না।

Latest Videos

সদ্য পাক অভিনেত্রী মাহনুর বালুচের সাক্ষাৎকারের এই বিশেষ অংশ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বলিউডের সেরা অভিনেতা কিং খান প্রসঙ্গে এমন মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও মুহূর্ত হয়েছে ভাইরাল। এটি দেখে বেশ বিরক্ত শাহরুখ ভক্তরা। তাঁর ভিডিওথে নানান কমেন্ট করেছেন ভক্তরা। কেন বাদশাকে নিয়ে এমন কথা বললেন, তা জানতে আগ্রহী সকলে। মাহনু বালুচের কথায় বেজায় ক্ষিপ্ত তাঁর সকল ভক্ত।

এদিকে সদ্য নাকে অপারেশ করিয়ে দেশে ফিরেছেন বাদশা। বুধবার মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছে তাঁর। সঙ্গে ছিলেন গৌরি খান ও ছোট ছেলে আব্রাম। জানা যায়, শ্যুটিং করতে গিয়ে শ্যুটিং করতে গিয়ে হঠাৎই চোট পান বাদশা। নাক দিয়ে শুরু রক্তক্ষরণ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে শাহরুখের। অস্ত্রোপচার করেই রক্ত বন্ধ করে হয়। সেই অপারেশনের পর দেশে ফিরলেন বাদশা। তবে, সেদিন তাঁর নাকে কোনও রকন ব্যান্ডেজ দেখা যায়নি। এতে সকলেই আন্দাজ করেছেন আঘাত তেমন গুরুতর ছিল না।

বর্তমানে বাদশার হাতে আছে দুটি ছবি। শীঘ্রই মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির পোস্টার বহুদিন ধরে ঘোরা ফেরে করছে সোশ্যাল মিডিয়ায়। ‘জওয়ান’ ছবির পর তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। তাঁর হাতে আছে ‘ডাঙ্কি’ ছবিটি। এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে। ছবি পরিচালনা করছেন রাজকুমার হিরানি।

 

আরও পড়ুন

Anupam Kher: পর্দায় গুরুদেবকে চিত্রায়িত করবেন অনুপম খের, ছবি পোস্ট করে জানালেন নতুন প্রোজেক্টের কথা

Coco Lee: ৪৮-এ শেষ হয়েছে লড়াই, ভক্তদের অসংখ্য হিট গান উপহার গিয়েছেন সদ্য প্রয়াত গায়িকা কোকো লি

Srabanti Chatterjee: ১০ হট ফোটো-তে ভক্তদের কাত করে দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যা দেখে পাগল অনুরাগীরা

Share this article
click me!

Latest Videos

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক Bangladeshi অনুপ্রবেশকারী গ্রেফতার
'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য Sujan Chakraborty-র
‘Mamata Banerjee দুই দিন পর BSF-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন Adhir Ranjan Chowdhury
'জনজাতিদের নিচু করে মমতা আর মোদী মাথায় করে রাখে' পশ্চিম মেদিনীপুরে গিয়ে এ কী বললেন শুভেন্দু?
ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া Madhyamgram-এ | North 24 Parganas News Today