সংক্ষিপ্ত

ছবি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ছবি মুক্তি এখন ঢের দেরি। তার আগে রেকর্ড দামে বিক্রি হল গানের স্বত্ব।

ফের খবরে বাদশা। একের পর এক ছবির কাজে ব্যস্ত নায়ক। শীঘ্রই মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির পোস্টার বহুদিন ধরে ঘোরা ফেরে করছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে বাদশাকে। পরনে চেক শার্ট। চেয়ারে বসে তিনি। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাদশা। এই ছবি মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ছবি মুক্তি এখন ঢের দেরি। তার আগে রেকর্ড দামে বিক্রি হল গানের স্বত্ব। জানা গিয়েছে, গানের স্বত্ব, স্যাটেলাইট, ডিজিটাল মিলিয়ে ‘জওয়ান’ থেকে আপাতত আয় ২৫০ কোটি টাকা। এখানেই শেষ নয়। ‘জওয়ান’ ছবির পর তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাদশা। তাঁর হাতে আছে ‘ডাঙ্কি’ ছবিটি। এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে। ছবি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। এই ছবিটি প্রযোজনা করছে রেড চিলি। ছবিতে শাহরুখ খান, তাপসী পান্নু ছাড়াও আছেন বোম্যান ইরানি। জানা গিয়েছে, এই ছবিত থেকেও প্রায় ২৩০ কোটি মতো আয় হয়েছে। এই ছবির গানের স্বত্ব, স্যাটেলাইট, ডিজিটাল বিক্রি হয়েছে। যার থেকে আয় হয়েছে ২৩০ কোটি। অর্থাৎ শাহরুখ খানের এই দুই ছবি যে বড় ধামাকা নিয়ে আসছে তা বলার অপেক্ষা রাখে না। এখন অপেক্ষা শুধু  ছবি মুক্তির। 

এদিকে সদ্য নাকে অপারেশ করিয়ে দেশে ফিরেছেন বাদশা। মুম্বই এয়ারপোর্টে দেখা মিলেছে তাঁর। সঙ্গে ছিলেন গৌরি খান ও ছোট ছেলে আব্রাম। সদ্য খবরে এসেছিল শাহরুখ কানের নাকের অপারেশন করিয়েছেন বাদশা। ছবির কাজে বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেসে চলছিল তাঁর আসন্ন ছবির শ্যুটিং। সেখানে শ্যুটিং করতে গিয়ে হঠাৎই চোট পান বাদশা। নাক দিয়ে শুরু রক্তক্ষরণ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে শাহরুখের। অস্ত্রোপচার করেই রক্ত বন্ধ করে হয়। সেই অপারেশনের পর দেশে ফিরলেন বাদশা। বাদশার পরনে ছিল নীল রঙের হুটি দেওয়া শার্ট। সঙ্গে পরেছিলেন জিন্স। চোখে ছিল চশমা। আর মাথায় টুপি। আপাতত সুস্থ আছেন তিনি। এদিক এয়ারপোর্টে তাঁর নাকে কোনও রকম ব্যান্ডেজ দেখা যায়নি। ফলে, অস্ত্রোপচার যে গুরুতর ছিল না তা অনুমান করা যায়।

 

আরও পড়ুন

Jaya Ahsan: প্রিন্টেড পোশাকে ভাইরাল জয়ার হট লুক, নায়িকার চোখের ইশারায় ঘুম উড়ল ভক্তদের

9 Inspiring Story: কেউ মাজতেন বাসন, কেউ বিক্রি করতেন ভ্যাকুয়াম ক্লিনার, আজ তারাই বলিউডের দিকপাল তারকা

10 Shocking Facts: ‘ওম শান্তি’ ছাড়া কোনও লেখাই শুরু করেন না অক্ষয় কুমার, অনিল কাপুর থাকতেন রাজ কাপুরের গ্যারাজে