Nora Fatehi: হিন্দি না জানায় হত সমস্যা, বলিউডে পা রেখে ‘Next Katrina Kaif’ হওয়ার পরামর্শ পেয়েছিলেন নোরা
বলিউডে পা রেখে নিজের আলাদা পরিচিতি গড়তে সক্ষম হয়েছেন নোরা ফতেহি। তাঁর আকর্ষণীয় চেহারা শুধু নয়, তাঁর নাচের দক্ষতা পরিচিতি দিয়েছে নোরাকে। বর্তমানে কাজ করছেন জমিয়ে। সদ্য সাক্ষাৎকার নিজের কেরিয়ারের শুরু দিকের কথা জানালেন নায়িকা।
Sayanita Chakraborty | Published : Jun 5, 2023 10:00 AM / Updated: Jun 05 2023, 10:05 AM IST
বহিরাগত হওয়ায় বলিউড ইন্ডাস্ট্রি-তে জায়গা তৈরি করতে কঠিন পরিশ্রম করতে হয়েছে তাঁকে। কেরিয়াররে শুরুর দিকে তাঁকে নানা জন নানান পরামর্শ দিতেন। অনেকে তাঁকে ‘Next Katrina Kaif’ বলে কটাক্ষও করতেন। সদ্য এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরু দিকের কথা বলেন নোরা।
নোরা ভাষা না জেলে ভারতে এসেছিলেন। কাজ করার স্বপ্ন ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভাষা নিয়ে সমস্যায় পড়তে হত তাঁকে। ক্যাটরিনার মতো তার কেরিয়ার মডেল করার পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। তাঁকে ‘Next Katrina Kaif’ বলে কটাক্ষও করা হত তাঁকে।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি একজন বহিরাগত বলে নিরাপত্তাহীন ছিলাম না। তবে, দিনের শেষে আমি উত্তর আফ্রিকান মরোক্কান মহিলা। অনেক মরোক্কোর মেয়েদের ভারতীয়দের মতো দেখতে। অনেক ভারতীয় মেয়েকে মরক্কোর মেয়েদের মতো দেখতে।
নোরা বলেন, তিনি হিন্দি জানতেন না বলে অনিরাপদ বোধ করতেন। তিনি বলেন, এই দেশ তাঁকে অনেক কিছু দিয়েছে সে কারণে তিনি হিন্দি ভাষা শিখতে চেয়েছিলেন।
কেরিয়ারের শুরুর দিকে তাঁকে অনেকে বলেন ক্যাটরিনাকে অনুসরণ করতে। সে যে ভাবে তাঁর কেরিয়ার গড়েছে সেভাবে কেরিয়ার গড়তে। কিন্তু, তিনি তা করেননি। প্রথমে বিগ বস দিয়ে ডেবিউ করেন। তারপর একটি ছবির হিট গানে দেখা গিয়েছিল তাঁকে।
ভূজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া ও স্ট্রিট ডান্সার থ্রি ডি- ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। প্রথম কাজ ২০১৪ সালে রোর- টাইগার অফ দ্য সুন্দরবন। এরপর তেলেগু, মালায়লাম ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স দিতে দেখা গিয়েছে। সত্যমেব জয়তে, মাই বার্থডে সং থেকে শুরু করে থ্যাঙ্ক ইউ ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
একাধিক হিট গানে আইটেম ডান্স করেছেন নোরা। তাঁর বেলি ডান্সের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি বরাবরই হিট দিয়ে গিয়েছেন। এর সঙ্গে মিউজিক ভিডিও-তেও দেখা গিয়েছে তাঁকে। বলিউডে নিজের আলাদা পরিচিতি গড়েছেন নোরা।
কদিন আগে এক সাক্ষৎকারে বলেন, তাঁর সঙ্গে কাজ করা কঠিন। পান থেকে তুল খসলে তাঁৎ সমস্যা হয়, শর্তের শেষ নেই তাঁর। তিনি বলেন, তিনি আগে অনেক স্বার্থত্যাগ করেছেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি।
তাঁর দাবি, তিনি নিজের সেরাটা দেন। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে নিখুঁত ভাবে কাজ করেন। তিনি বলেন, দশটা গানের প্রস্তাব এসে তিনি একটি কিংবা দুটি করেন। এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি ছকে ফেলে দেবে।
নোরার দিলবর, গরমি-র মতো গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তিনি একাধিক মিউজিক ভিডিও-তেও কাজ করছেন। তবে, সব সময় বিস্তারিত ভাবনা চিন্তা করে কাজ নির্বাচন করেন বলে জানিয়েছিলেন নায়িকা।