Parambrata Chatterjee: মগজাস্ত্রের সঙ্গে সঙ্গে ফেলুদার এখন নতুন সঙ্গী লেটেস্ট আইফোন, একান্ত আড্ডায় আর কি বললেন পরমব্রত

ফেলুদা চরিত্রে ফের অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায়-এর অমর সৃষ্টি গোয়েন্দাপ্রবর প্রদোষ মিত্তির ওরফে ফেলুদা-র চরিত্রের এই দ্বিতীয় অভিযান কেমন ছিল তা নিয়েই আড্ডায় মাতলেন পরম।

Share this Video

ফেলুদা আসলে এমন একটা চরিত্র যাকে নিয়ে বাঙালির কেটেছে অলস দুপুর, প্রচুর মন ভালো করা সময়। এশিয়ানেট নিউজ বাংলা-র সঙ্গে সাবাশ ফেলুদা নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনটাই বললেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার মতে, ফেলুদা-কে শুধুমাত্র একজন আটপৌড়় বাঙালি বলে ভাবলে ভুল হবে। কারণ, সত্যজিৎ রায় সৃষ্টির সময় থেকেই ফেলুদা চরিত্রকে তৎকালীন আর দশটা-পাঁচটা বাঙালির থেকে অনেক বেশি আধুনিক করে উত্থাপিত করেছিলেন। সুতরাং, সাবাশ ফেলুদা-র ওয়েব সিরিজে যে ফেলুদাকে উপস্থাপিত করা হয়েছে তাকে এই বর্তমান সময়ের মতো করে গড়া হয়েছে। আর এজন্য ফেলুদা-র তথাকথিত আচার-আচরণ এবং গ্যাজেট ব্যবহারে বেশকিছু জিনিস দেখানো হয়েছে যা আগে কখনও সত্যজিৎ-এর সৃষ্টিতে দেখা যায়নি। যেমন- সাবাশ ফেলুদা-তে ফেলুদাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে, এমনকী তাঁর কোল্ট রিভলবারের বদলে গিয়ে সেখানে স্থান পেয়েছে অত্যাধুনিক গ্লক। 

Related Video