Vidya Balan: ফের মঞ্জুলিকা রূপে দেখা দেবেন বিদ্যা? চর্চায় ভুল ভুলাইয়া ৩

Published : Jan 09, 2024, 12:41 PM IST
Vidya Balan blouse design

সংক্ষিপ্ত

মঞ্জুলিকার চরিত্রে দেখা দেবেন নাকি আসছেন নতুন কোনও চরিত্রে তা নিয়ে রইল প্রশ্ন।

কেটে গিয়েছে ১৭টা বছর। তাও আজও বিদ্যা বালন অভিনীত মঞ্জুলিকাকে কেউ ভুলতে পারেননি। সেই চরিত্রের সাফল্য আজও বর্তমান। এবার ফের একবার ভুল ভুলাইয়া ছবিতে দেখা দেবেন বিদ্যা। তবে, তিনি মঞ্জুলিকার চরিত্রে দেখা দেবেন নাকি আসছেন নতুন কোনও চরিত্রে তা নিয়ে রইল প্রশ্ন।

চলতি বছর মার্চ থেকে শুরু হবে ভুল ভুলাইয়া ৩। জানা গিয়েছে, ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে বিদ্যা বালনকে। ভুল ভুলাইয়া ৩ ছবি দিয়ে ফের বানিজ্যিক ছবিতে দেখা দেবেন বিদ্যা। শেরনি, জলসা, শকুন্তলাদেবীর মতো ছবিতে শেষ দেখা গিয়েছে তাঁকে। তেমনই সিরিজে কাজ করেছেন বিদ্যা। তবে, এবার ফের কোনও বাণিজ্যিক ছবিতে দেখা দেবেন নায়িকা। তবে, তাঁর অভিনীত চরিতিরে নিয়ে এখনও সেভানে জানা যায়নি। অনেকেই দাবি করেছেন তিনি ভুল ভুলাইয়া ৩ ছবিতে মঞ্জুলিকার সাজে দেখা দেবেন বিদ্যা। আবার অনেকে বলেছেন ভুল ভুলাইয়া ৩ ছবিতে নতুন কোনও ধরনের চরিত্রে দেখা দেবেন বিদ্যা।

প্রসঙ্গত, ভুল ভুলাইয়া ছবির প্রধান চরিত্রে ছিলেন বিদ্যা বালন, অক্ষয় কুমার ও সাইনি আহুজা। এর কয় বছর পর মুক্তি পায় ভুল ভুলাইয়া ২। ছবিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, টাব্বু। এবার আসছে ভুল ভুলাইয়া ৩। শোনা যাচ্ছে, চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ভুল ভুলাইয়া ৩। এই ছবিতে থাকতে পারেন বিদ্যা বালন। থাকতে পারেন কার্তিক আরিয়ান। সে যাই হোক, এখন সময়ের অপেক্ষা। শীঘ্রই শুরু হবে ভুল ভুলাইয়া ৩ ছবির কাজ। এখন খবরের শীর্ষে ভুল ভুলাইয়া ৩। সম্ভবত এই ছবির কিছু অংশের শ্যুটিং হবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে। শোনা যাচ্ছে, ছবিতে বাংলা বলবেন অভিনেত্রী।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Bigg Boss 17: ‘ভেবেচিন্তে ভিকিকে বিয়ে করা উচিত ছিল’, বিগ বসের ঘরে দাম্পত্য জীবন নিয়ে অকপট অঙ্কিতা লোখান্ডে

দীপিকা থেকে মনামী ঘোষ, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল