সংক্ষিপ্ত

দীর্ঘ দু বছরের বেশি সময় অসুস্থ ছিলেন। শেষ গতকাল নিজের টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাহ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।

শোকের ছায়া টলিউডে। বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল প্রয়াত হন শ্রীলা মজুমদার। একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, খারিজ, চোখ, মান্দি, শংকর মুদি থেকে বহু ছবিতে কাজ করেছেন তিনি। দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। জরায়ুতে ক্যান্সার হয়েছিল। দীর্ঘ দু বছরের বেশি সময় অসুস্থ ছিলেন। শেষ গতকাল নিজের টালিগঞ্জের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাহ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।

অভিনেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন একাধিক তারকা। ঋতুপর্ণা সেনগুপ্ত এক সংবাদমাধ্যনে জানান, ‘আমার দিদি চলে গেল। কিন্তু মনে হয় না এই কথাটা কখনও আমি বলতে পারব, যে দিদি নেই। আমার দিদি আমার মধ্যে, আমার ভিতরে সব সময় শক্তি জুগিয়েছেন। এই মানুষটা চিরকাল আমায় বলেছেন, ঋতু তুমি কখনও থামবে না, কখনও ভাঙবে না, সব সময় এগিয়ে যাবে। যত প্রতিকূলতাই আসুক। আমার দিদির কথাগুলো আমার কানে বাজবে...।’

কৌশিক গঙ্গোপাধ্যায়, ‘শ্রীলা দি আর নেই এটা মানতেই পারছি না। নিজের কানকেই প্রথমে বিশ্বাস করিনি। এখনও মনে হচ্ছে যেন দুঃস্বপ্ন দেখছি কোনও। তিনি আরও বলেন, শ্রীলা দি যে এতটা অসুস্থ জানতামই না আমরা। উনি কখনও আমাদের ওঁর অসুস্থতার কথাটা বুঝতে দেননি। তবে, শারীরিক ভাবে যে কোনও সমস্যা ছিল সেটা ওঁকে দেখে বোঝা যেত। জানা গিয়েছে, শ্রীলা মজুমদার কোনওদিন কাজ থেকে বিশ্রাম চাননি, নিজের সবটা উজাড় করে কাজ করে গিয়েছেন। শ্যুটিং-এ কেমন চাও থাকে সবাই জানেন। তবুও সবার সঙ্গে পাল্লা দিয়ে তিনি ওই শরীরে কাজ করে গিয়েছেন। কিন্তু, কীভাবে করেছেন সেটা এখনও ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।’