
এবারে ডিজনি+হটস্টারের নতুন প্রজেক্ট 'ফ্রেডি',এদিন তারই ঘোষণা করে উক্ত ওটিটি প্ল্যাটফর্ম। বালাজি টেলিফিল্ম লিমিটেড, এনএইচ স্টুডিওস এবং নর্দান লাইটস ফিল্মস দ্বারা প্রযোজিত এবং শশাঙ্ক ঘোষ পরিচালিত সম্পূর্ণ একটি থ্রিলার মুভি যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান এবং আলায়া এফ। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন থ্রিলার মুভি দর্শকদের সামনে হাজির করা হবে চলতি বছরের ২ ডিসেম্বরে।
কার্তিক আরিয়ানের বহুল প্রতীক্ষিত ছবিটি ডক্টর ফ্রেডি জিনওয়ালার জীবনযাত্রাকে কেন্দ্র করে মূলত তৈরি হয়েছে। ফ্রেডি একজন লাজুক, একাকী এবং সমাজের একটু অস্বাভাবিক মানুষ যিনি তার খেলনা প্লেন নিয়ে খেলতে ভালবাসেন এবং যার একমাত্র বন্ধু তার পোষ্য কচ্ছপ 'হার্ডি'। ফ্রেডির জীবনের অজানা বাঁক এবং মানসিক বিশৃঙ্খলা নিয়ে তৈরি ফ্রেডির গল্প দর্শকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি অভিনেত্রী আলায়া তার চরিত্রের জন্য প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন"সাধারণত, আমি এসকল সিনেমায় অভ্যস্ত একজন অভিনেত্রী। বরং আমি প্রস্তুতি নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ফ্রেডির জন্য এটি সম্পূর্ণ ভিন্ন ছিল। আমি সেই সময় চণ্ডীগড়ে অন্য একটি ছবির শুটিং করছিলাম এবং তার সময়সূচীটি বাড়ানোর জন্য শুটিং শেষ করে বোম্বেতে ফিরে আসার পরের দিনই আমি ফ্রেডির সেটে ছিলাম। এর মধ্যে আমার হাতে কোনো সময় ছিল না। তাই, এই সময়, আমার প্রস্তুতির জায়গা সেটে ছিল, আমাদের শুটিংয়ের সময় এবং প্যাক আপ করার পরেআমার অভিনয় প্রশিক্ষকের কাছে যেতাম পরের দিনের প্রস্তুতির জন্য। ভাগ্যক্রমে আমি ছিলাম সবচেয়ে প্রতিভাবান এবং দক্ষ দলের অধীনে কাজ করছিলাম তাই তাদের সমর্থন এবং নির্দেশনায় কাইনাজের চরিত্রকে ভালভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।
তার চরিত্র সম্পর্কে একটি ঝলক শেয়ার করে তিনি বলেন,“আমার চরিত্র কাইনাজ অবশ্যই খুব আকর্ষণীয়। এটির মধ্যে সমস্ত জটিলতা রয়েছে। পাশাপাশি কার্তিকের সঙ্গে অভিনয় করাটা আনন্দের ছিল, অভিজ্ঞতার বলতে আমি অনেক কিছু শিখেছি।"
আরও পড়ুন
ক্যাটরিনা নাকি চলতা ফিরতা ফিজিশিয়ান! স্ত্রীকে নিয়ে এ মন্তব্যে কোন ইঙ্গিত দিলেন ভিকি?
প্রকাশ্যেই ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন, অভিনেত্রী শ্রিয়ার কান্ডকারখানায় রীতিমতো থ' পাপারাজ্জিরাও
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।