বলিউডের সিংহম তারকা অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। বেনারসের মহা আরতির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অজয় শুভেচ্ছা জানিয়েছেন।
সারা দেশে হিন্দু উৎসবের মধ্যে অন্যতম উৎসব হল শিবরাত্রি। আর আজ হল সেই বিশেষ দিন মহাশিবরাত্রি। । আজকের দিনে এই শিবরাত্রি পালনের জন্য সারাবছর ধরে সকলে মুখিয়ে থাকে। মহাশিবরাত্রির দিনে মহাদেব ও মা পার্বতীর পুজো করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে আজকের দিন মা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল। চলতি বছরের শিবরাত্রিতে একটি বিরল সংযোগ ঘটএছে। ৩০ বছর পর কুম্ভ রাশিতে এসেছেন শনিদেব। মনে করা হচ্ছে, ৩০ বছর পর মহাশিবরাত্রির দিন কাকতালীয় ঘটনা ঘটছে। এদিন নিষ্ঠা ভরে বাবা ভোলেনাথের পুজো করলেন মনোবাঞ্ছা পূরণ হবে।
মহাশিবরাত্রির দিনে ভক্তরা মন্দিরে দিয়ে শিবলিঙ্গকে দুধ, গঙ্গাজল দিয়ে ভাল করে স্নান করিয়ে ফুল , ফল দিয়ে অর্ঘ্য জান করে থাকেন। মোক্ষলাভের আশায় শিবের মাথায় জল ঢাললেই হল না। উপোস করে সারা রাত জেগে প্রহরে প্রহরে জল ঢালা, নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই মহা শিবরাত্রি ধুমধাম করে পালন করা হয়। বলি থেকে টলি তারকারাও মহাশিবরাত্রীর দিন ধুমধাম করে পালন করছেন। বলিউডের অনেক তারকারাও ভক্তদের মহাশিবরাত্রীর শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই বলি অভিনেতা অজয় দেবগণও শিবরাত্রির দিন শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
বলিউডের সিংহম তারকা অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। বেনারসের মহা আরতির ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অজয় লেখেন, কখনও কখনও একজন পরিচালক অপেক্ষা করেন ,একটা অবাস্তব মন্ত্রমুগ্ধ ফ্রেমের জন্য। হঠাৎ করেই সেটা একদিন হয়ে যায়। সেদিন আমি বেনারসে মহা আরতির দৃশ্যের শুটিং করছিলাম। আমি এক অপ্রতিরোধ্য জাদু অনুভব করি, যা শুধুমাত্র অনুভব করা যায় এবং খুব কমই ভাষায় প্রকাশ করা যায়। এই জায়গাটির আধ্যাত্মিক শক্তি এবং মানুষের বিদ্যুতায়িত আভা সব এক ফ্রেমে একত্রিত হয়েছিল। চারিদিকে ভিড়ের মধ্যেই হর হর মহাদেব বলে উঠছিল, আমি তখনই এক ঐশ্বরিক শক্তি অনুভব করছিলাম। আমার চারপাশে যা আমাকে ক্রমশ জড়িয়ে ধরছিল। আজ মহা শিবরাত্রির পবিত্র দিনে আমি আমার সিনেমা ভোলা-র কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলাম। জাদুর অনুসন্ধান করলেই সেটা দেখতে পাবেন। হর হর মহাদেব। অ্যাকশনের সঙ্গে পৌরাণিক কাহিনির সংমিশেল দেখা যাবে আপকামিং ছবি ভোলা-তে । হিন্দু পৌরাণিক কাহিনির সঙ্গে ভরপুর অ্যাকশন দৃশ্য দেখা যাবে ছবিতে। এক শিব ভক্তের গল্প নিয়েই আসতে চলেছে ছবি। এই ছবিতেই শিব ভক্ত ব্যক্তিটির তার মেয়ের প্রতি যে ভালবাসা, এবং মেয়ের জন্যই ভিলেনদের সঙ্গে যে লড়াই সেটা ফুটে উঠবে। ভোলা ছবিতেই আবারও একফ্রেমে ধরা দেবেন টাবু ও অজয়। ভোলা ছবিতেই পুলিশের ভূমিকায় দেখা যাবে টাবুকে। এই ছবিটি তামিল ছবি কাইথির অফিসিয়াল হিন্দি রিমেক। ২০১৯ সালে আসল ছবিটি মুক্তি পেয়েছিল। আগামী ৩০ মার্চ ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ছবিচে গজরাজ রাও , সঞ্জয় মিশ্র, রাই লক্ষ্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।