গুরুতর আহত অমিতাভ বচ্চন, প্রজেক্ট কে -র শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন বিগ বি

Published : Mar 06, 2023, 10:56 AM ISTUpdated : Mar 06, 2023, 11:17 AM IST
amitabh bachchan injured during film shoot as per reports KPJ

সংক্ষিপ্ত

গুরুতর আহত অমিতাভ বচ্চন। হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে প্রজেক্ট কে-র শ্যুটিং চলাকালীন আহত হলেন তিনি। ভেঙে গিয়েছে তাঁর পাঁজরের কার্টিলেজ।

খারাপ খবর অমিতাভ ভক্তদের জন্য। সকাল সকাল মিলল এক দুঃসংবাদ। জানা গেল, শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বিগ বি। শ্যুটিং সেটে গুরুতর আহত অমিতাভ বচ্চন। হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে প্রজেক্ট কে-র শ্যুটিং চলাকালীন আহত হলেন তিনি। শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন বিগ বি। ভেঙে গিয়েছে তাঁর পাঁজরের কার্টিলেজ।

প্রজেক্ট কে-র শ্যুটিং চলছে হায়দরাবাদে। সেখানে ঘটে এই ঘটনা। বিগ বি-র পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে। নিজের ব্লগে লেখেন, ‘হায়দরাবাদে প্রোজেক্ট কে-র শ্যুটিং-র সময়, অ্যাকশন শটের সময় আমি আহত হয়েছি। পাঁজরের কার্টিলেজ ভেঙে গিয়েছে। ডান পাঁজরের খাঁচার পেশি ছিঁড়ে গিয়েছে। শ্যুট বাতিল হয়েছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে এবং হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করা হয়েছে এবং এরপরে বাড়ি ফিরেছি। স্ট্র্যাপিং করা হয়েছে এবং বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ এটি বেদনাদায়ক। নড়াচড়া ও শ্বাস-প্রশ্বাসের ফলে ব্যথা হচ্ছে। তাঁরা জানিয়েছেন কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ব্যথার জন্য কিছু ওষুধ খাচ্ছি।... সুতরাং সমস্ত কাজ যা করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত সব কিছু স্থগিত বা বাতিল করা হয়েছে।’

সব মিলিয়ে সময়টা বেশ কঠিন। বর্তমানে চলছিল তার প্রোজেক্ট কে ছবির কাজ। সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই ঘটে এই ঘটনা। ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যেত তাঁকে। সেই দৃশ্যের শ্যুট করতে গিয়েই ঘটেছে বিপত্তি। বর্তমানে তিনি মুম্বইয়ে রয়েছেন। ফিরে এসে নিজের ব্লগে একথা জানান বিগ বি। যা শোনার পর হতাশা দেখা দিয়েছে অমিতাভ ভক্তদের মুখে। সকলেই তাঁর আরোগ্য কামনায় ব্যস্ত।

এদিকে এখন তিনি শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছেন। তিনি ব্লগে লেখেন, আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করতে পারব না। তাই আসবেন না যারা আসতে চান, তাদের যতটা পারেন জানিয়ে দিন। তিনি এও জানান যে, তিনি বর্তমানে বিশ্রামে আছেন। শুয়ে রয়েছেন। তিনি জলসায় রয়েছেন বর্তমানে। ডাক্তারি পরামর্শ মেনে প্রতি পদক্ষেপ ফেলছেন। সে যাই হোক, দ্রুত বিগ বি সুস্থ হয়ে উঠুক বর্তমানে এটাই সকলের কাম্য। সুস্থ হয়ে নিজের নিত্যজীবনে ফিরে আসুন তাই চান সকলে।

 

আরও পড়ুন

গুরুতর আহত হলেন অমিতাভ বচ্চন, শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন তিনি

টলিপাড়ায় কি বাজছে সানাই, 'বিয়ের তোড়জোড় শুরু', পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অঙ্কুশ

বউয়ের থেকে পালিয়ে 'তাইল্যান্ড' কি যেতে পারবে গণশারা? শীঘ্রই আসছে 'আবার বিবাহ অভিযান'

 

PREV
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা