- Home
- Entertainment
- Bollywood
- সম্পর্কে ভাঙন, চরম ট্রোলিংয়ের শিকার, ২০২০ সালের ভয়াবহ যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন সারা
সম্পর্কে ভাঙন, চরম ট্রোলিংয়ের শিকার, ২০২০ সালের ভয়াবহ যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন সারা
- FB
- TW
- Linkdin
রাতারাতি নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। তবে বাবা কিংবা দাদুর পরিচয়ে নয়, নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন সারা আলি খান।
একদিকে ব্রেকআপ অন্যদিকে ট্রোলিংয়ে জেরবার হয়েছিলেন সারা। সম্প্রতি ভয়াবহ যন্ত্রণার কথা তুলে ধরলেন সারা আলি খান। পাশাপাশু সারা আলি খান তার ব্রেক আপ নিয়েও মুখ খুলেছেন।
'কেদারনাথ' ছবি দিয়ে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বলিউডে ডেবিউ করে সকলের নজর কেড়েছিলেন সারা আলি খান। সালটা ২০২০। ‘লাভ আজ কাল’ ছবির জন্য যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছিলেন সারা আলি খান। তবে সেভাবে তিনি দর্শকদের মন জিততে পারেননি বলে মনে করেন।
‘লাভ আজ কাল’ অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট সর্বদাই নজর কাড়ে ফ্যাশন বোদ্ধাদের। কীভাবে হটকে ফ্যাশন গোল দিতে হয় তা সারা বেশ ভালই জানেন বলে মেনে নিয়েছেন ফ্যাশনিস্তারা। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতে সর্বদাই সিদ্ধহস্ত সারা আলি খান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সারা আলি খান জানিয়েছেন, ২০২০ সালটা তার জীবনের সবচেয়ে খারাপ সময়। একইসঙ্গে বলেছেন, ২০২০ সাল ক্রমশ খারাপ হয়েছে।
সারা আলি খান সাক্ষাৎকারে আরও বলেছেন,শুরুতেই ব্রেক আপ দিয়ে শুরু হয়েছিল এবং তারপর একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকে। এটি খুবই খারাপ একটা বছর ছিল।
ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবির জন্য চরম ট্রোলড হয়েছিলেন সারা আলি খান। ট্রোলড হওয়া নিয়ে সারা জানিয়েছেন, কখনও কখনও যখন আপনি জানেন যে ট্রোলিং আপনার প্রাপ্য বা যখন কিছু সত্যিই খারাপ হয়, তখন ইন্টারনেটে তা ভাইরাল হয়।
'লাভ আজ কাল' যেদিন মুক্তি পায় তারপর দিন থেকেই আতরাঙ্গি রে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু দর্শকদের থেকে খারাপ রিভিউ পেয়ে সারা নিজেই পরিচালককে আতরাঙ্গি রে থেকে তাকে সরিয়ে দিতে বলেন। তবে আনন্দ এল রাই বলেছিলেন, ভয় পাওয়া খারাপ। সারা ভয় পেতে পারে তবে রিঙ্কু ভয় পায় না। তবে তুমি আমার সেই রিঙ্কু।
আগের থেকে এখন অনেক বেশি কনফিডেন্ট সারা আলি খান। হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে সারা আলি খানের। ‘গ্যাসলাইট’ ছবিতে দেখা যাবে সারাকে। এছাড়াও কানন আইয়ারের ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ ছবিতে দেখা যাবে সারা আলি খানকে। এছাড়াও ‘ড্রিম গার্ল ২’, ‘লুকাছুপি ২’-এর মতো ছবিতে দেখা যাবে সারা আলি খানকে।