Ameesha Patel: ‘প্রচারের জন্য ধন্যবাদ’, আমিশার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন অনিল শর্মা

Published : Jul 07, 2023, 10:49 AM IST
ameesha patel

সংক্ষিপ্ত

এই বিতর্ক চলেছে দীর্ঘদিন ধরে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেন অনিল শর্মা। তিনি বললেন, আমার কাছে কোনও ক্লু নেই কেউ উনি এমন বলেছেন। তিনি বলেন, আমিশার সকল কথা ভুল।

গদর ২ ছবির সেটে নানান সমস্যার সম্মুখীন হন। ছিল অব্যবস্থা। একথা এক সময় নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। চন্ডীগড়ে শ্যুটিং করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। বলেছিলেন এই কথা। পরিচালক ও প্রোডাকশন হাইজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নায়িকা। এমনকী বলেন, তাঁর মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইনারও নাকি প্রাপ্য টাকা পাননি। এবার এই বিতর্ক মুখ খুললেন অনিল শর্মা।

কদিন আগে আমিশা একটি টুইট করেন। যেখানে লেখেন, ‘মে মাসের শেষ চন্ডীগড়ে যখন ছবির শ্যুটিং চলেছে তখন একাধিক টেকনিশিয়ান যেমন মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার সহ অনেকে প্রাপ্য টাকা পায়নি। পরে যদিও জি স্টুডিওর জন্য সবাই সব টাকা পেয়ে যান।’

এই বিতর্ক চলেছে দীর্ঘদিন ধরে। এবার এই বিতর্ক নিয়ে মুখ খুলেন অনিল শর্মা। তিনি বললেন, আমার কাছে কোনও ক্লু নেই কেউ উনি এমন বলেছেন। তিনি বলেন, আমিশার সকল কথা ভুল। তাঁর বলা একটা কথাও সত্য নয়। সঙ্গে তিনি, আমিশাকে ধন্যবাদও জানান। বললেন, ‘আমি ওঁকে অবশ্যই ধন্যবাদ জানাব কারণ ওঁর জন্য আমার প্রযোজনা সংস্থা এত নাম করল। বিখ্যাত হয়ে গেল। এটার থেকে বড় কথা আর কীই বা হতে পারে। আমি ওঁকে আমার প্রযোজনা সংস্থা এত দ্রুত বিখ্যাত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

এভাবে খানিকটা ব্যঙ্গ করেন আমিশাকে। বর্তমানে চলছে গদর ২ ছবির কাজ। ২০০১ সালে মুক্তি পাওয়া গদর ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে। ছবি মুক্তি পাবে আগামী ১১ অগস্ট। সানি দেওল ও আমিশা প্যাটেল থাকছেন ‘গদর ২’ ছবিতে। তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন।

১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। আর এই ছবির বড় পাওনা হল ছবিতে থাকছে গদর ছবির হিট গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’। এবার এই গানটিকে ফোক গানের মতো করে উপস্থাপনা করা হবে বলে আন্দাজ সকলের।

এদিকে ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এ

 

আরও পড়ুন

আলিয়া থেকে দীপিকা- এই নয় নায়িকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে, রইল অনস্ক্রিন Bong Beauty-র তালিকা

Bhumi Pednekar: যশ কাটারিয়ার সঙ্গে ডিনার ডেটে ভূমি, রইল নায়িকার জীবনের এই 'বিশেষ ব্যক্তির' পরিচয়

Made In Heaven 2: মুক্তি পেল ফার্স্ট লুক, শীঘ্রই আসছে জোয়া আখতারের ‘মেড ইন হেভেন ২’

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?