ভিকির সঙ্গে কলহ পুরোটাই কি দেখানো? বিগ বস-র ঘরে এসে অন্তঃসত্ত্বা অঙ্কিতা

Published : Nov 17, 2023, 01:26 PM IST
bigg boss 17 ankita lokhande talks to vicky jain about missed periods take pregnancy test

সংক্ষিপ্ত

রিয়েলিটি শো-র ভিকিকে বিচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতা। তবে, সকলে বলছেন সবটাই নাকি নাটক। শোনা যাচ্ছে, গর্ভবতী অঙ্কিতা।

বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই খবরে ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। তাদের দাম্পত্য অশান্তি লেগেই আছে। আর তাদের অশান্তি বাড়িয়ে চলেছে শো-র টিআরপি। সম্প্রতি ওই রিয়েলিটি শো-র ভিকিকে বিচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অঙ্কিতা। তবে, সকলে বলছেন সবটাই নাকি নাটক। শোনা যাচ্ছে, গর্ভবতী অঙ্কিতা।

সদ্য অঙ্কিতা জানান, গত কয়েকদিন ধরে নাকি মেজাজ হারাচ্ছেন তিনি। কখনও তাঁর মন খারাপ লাগছে। এরপরই প্রশ্ন ওঠে তিনি কি তবে অন্তঃসত্ত্বা? বিগ বসের ওই পর্বে অঙ্কিতা ভিকিকে জানান, তাঁর ঋতুস্রাব হয়নি। জানান, তাঁর খুবই শরীর খারাপ লাগছে। তিনি বাড়ি যেতে চান। এদিকে অঙ্কিতা ভিকিকে এও জানান, তিনি সন্তানসম্ভবা কি না, সে বিষয় নিশ্চিত হওয়ার জন্য তাঁর মূত্র পরীক্ষা করা হয়েছে। তবে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।

এদিকে বিগ বস ১৭-র ঘরে রয়েছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। তাঁরা নিয়ম অনুসারে আলাদা ঘরে থাকছেন। শো-তে আসার পর থেকে খবরে ভিকি ও অঙ্কিতা। সদ্য আলাদা ঘরে থাকতে পেরে ভিকি জানান তিনি বেশ খুশি। আর এই কথা শুনে চটে গিয়েছেন অঙ্কিতা। অঙ্কিতা ভিকিকে বলেন, তুমি একটা স্বার্থপর মানুষ। তুমি এত দিন আমাকে স্রেফ ব্যবহার করেছ। এবার তুমিও ভুলে যাবি যে আমি বিবাহিত।

প্রায়শই প্রকাশ্যে আসছে তাদের সম্পর্কের তিক্ততার কথা। কিন্তু এর মাঝে অঙ্কিতার গর্ভবতী হওয়ার সম্ভাবনার কথা সকলের নজর কাড়ে। অনেকেই মনে করছেন বাস্তবে যদি অঙ্কিতা গর্ভবতী হন তাহলে তাদের সকল দাম্পত্য কলহ মিটে যাবে। এখন সবই সময়ের অপেক্ষা। সময় হবে জানা যাবে আসল তথ্য।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

উচ্চতার দিক দিয়ে কে কাকে দিলেন টেক্কা? জেনে নিন বলিউডের কোন তারকার উচ্চতা কত

Kajol Viral Video: সত্যিই কি প্রকাশ্যে জামাকাপড় বদল করছেন অভিনেত্রী কাজল? ভাইরাল ভিডিও নিয়ে ক্ষোভের আগুন

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত