- Home
- Entertainment
- Bollywood
- উচ্চতার দিক দিয়ে কে কাকে দিলেন টেক্কা? জেনে নিন বলিউডের কোন তারকার উচ্চতা কত
উচ্চতার দিক দিয়ে কে কাকে দিলেন টেক্কা? জেনে নিন বলিউডের কোন তারকার উচ্চতা কত
- FB
- TW
- Linkdin
শাহরুখ খান
শাহরুখ খানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ১৯৯২ সালে দিওয়ানা ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। একের পর এক হিট দিয়েছেন তিনি। বর্তমানে তিনি বলিউডের সেরা নায়কের তালিকার শীর্ষস্থানে আছেন।
সলমন খান
সলমন খানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। পঞ্চাশের ঘরে পা রাখলেও এখনও বাণিজ্যিক ছবিতে হিরো হিসেবে নজর কাড়েন সলমন। তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর।
আমির খান
আমির খানের উচ্চতার ৫ ফুট ৬ ইঞ্চি। শিশু শিল্পী হিসেবে এক সময় কাজ করেছিলেন তিনি। তারপর ১৯৮৮ সালে মুক্তি পাওয়া কেয়ামত সে কেয়ামত তক ছবি দিয়ে অভিনেতা হিসেবে সকলের নজর কাড়েন। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
অক্ষয় কুমার
অক্ষয় কুমারের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। খানের পাল্লা দিয়ে তিনি বলিউডের খিলাড়ি কুমারের নামে খ্যাতি পেয়েছেন। তাঁর কেরিয়ারে হিট ছবির রয়েছে অসংখ্য।
হৃতিক রোশন
হৃতিক রোশনের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। ২০০০ সালে কহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক রোশন। তিনি অভিনয় তো বটেই সঙ্গে নাচের কারণে বলিউডে খ্যাতি পেয়েছিলেন।
শহিদ কাপুর
শহিদ কাপুর অভিনীত হিট ছবির তালিকা আছে অসংখ্য। তিনি বলিউডে পা দিয়েছেন বহুদিন হল। এক সময় চকোলেট বয় ট্যাগ পেয়েছিলেন শাহিদ কাপুর। শহিদ কাপুরের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
সইফ আলি খান
সইফ আলি খানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। অভিনয় জগতে একের পর এক হিট দিয়েছেন সইফ। ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজ- নানান কারণে প্রায়শই খবর থাকেন সইফ আলি খান। বর্তমানে তাঁর মেয়ে সারা আলি খান জমিয়ে কাজ করছেন বলিউডে।
রণবীর কাপুর
কাপুর পরিবারের সদস্য রণবীর কাপুর। ঋষি কাপুর ও নীতুর পুত্র সে। রণবীর কাপুরের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। গত বছর আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর।
রণবীর সিং
কেরিয়ারে একের পর এক সফল হয়েছেন রণবীর সিং। তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। ব্যক্তিগতজীবনে দীপিকার সঙ্গে সংসার পেতেছেন রণবীর সিং।
জন আব্রাহাম
ধুম থেকে সত্যমেব জয়তের মতো একাধিক ছবিতে কাজ করেছেন জন আব্রাহাম। কেরিয়ার শুরু করেন ২০০৩ সালে। জিসম ছবি দিয়ে ডেবিউ জনের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা জন আব্রাহামের।
ইমরান হাসমি
ইমরান হাসমির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বলিউডে ডেবিউ করেন ২০০৩ সালে। তারপর মার্ডার, গ্যাংস্টার, রাজ থেকে আজহারের মতো বহু ছবিতে কাজ করেছেন। সদ্য টাইগার ৩-ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
অর্জুন কাপুর
বনি কাপুরের পুত্র অর্জুন কাপুর। বলিউডে অভিনেতা হিসেবে বেশ নাম করেছেন ইতিমধ্যে। কাজ ছাড়াও মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কের কারণে খবরে আসেন অর্জুন কাপুর। তাঁর উচ্চতা ৬ ফুট।
বরুণ ধাওয়ান
বলিউডের অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান। কেরিয়ারের শুরু থেকেই একের পর এর হিট দিয়ে গিয়েছেন। কাজ করেছেন বহু অভিনেতার সঙ্গে। তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।