টিভির পর্দায় গুফি পেন্টাল ছাড়াও এই ছয় তারকাকে দেখা গিয়েছিল ‘শকুনি মামা’র চরিত্রে, রইল তালিকা

Published : Jun 05, 2023, 02:35 PM ISTUpdated : Jun 05, 2023, 03:10 PM IST

বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। এরপর এই ছয় তারকা অভিনয় করেছিলেন শকুনি মামার চরিত্র। দেখে নিন তালিকা।

PREV
110

ফের শোকের ছায়া ফিল্মি দুনিয়ায়। প্রয়াত হলেন গুফি পেন্টাল। মহাভারতের শকুনি মামা চরিত্রে পরিচিতি পেয়েছিলেন তিনি। বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। এর পর একাধিক চরিত্রে কাজ করলেও এই চরিত্রটি দিয়েছিল তাঁকে খ্যাতি। আজ সোমবার মুম্বইয়ে প্রয়াত হলে গুফি পেন্টাল।

210

১৯৯৭ সালে ‘এক অউর মহাভারত’ সিরিয়ালে শকুনি মামার চরিত্র দেখা গিয়েছিল ডাঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এই সিরিয়ালে ডাঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী-র অভিনয় বেশ সফল হয়েছিল। ‘এক অউর মহাভারত’ সিরিয়ালে তিনি শকুনি মামার চরিত্রে অভিনয় করেন।

310

২০০৮ সালে ফেল মুক্তি পায় একতা কাপুরের মহাভারত। আমাদের মহাভারতের শকুনি মামার চরিত্রে অভিনয় করেন কালী প্রসাদ মুখোপাধ্যায়।

410

২০০১ সালে মুক্তি পায়ে দ্রৌপদী। এই টিভি সিরিয়ালে অভিনয় করেন রবি ঝাঁকাল। তিনিও শকুনি মামার চরিত্রে তিনি সকলের নজর কাড়েন।

510

২০১৩ সালে মুক্তি পায় মহাভারত। সিদ্ধার্থ আনন্দ কুমার সিরিয়াল তৈরি করেছিলেন। এই সিরিয়াল তৈরি করেছিলেন। এই সিরিয়ালে শকুনি মামার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রণীত ভাট।

610

সূর্যপুত্র কর্ণের মহাভারতে অভিনয় করেন অজয় জয়রাম। ২০১৫ সালে তৈরি হয়েছিল সিদ্ধার্থ কুমার তিওয়ারির মহাভারত। এই সিরিয়ালে শকুনি মামার চরিত্রে দেখা গিয়েছিল অজয় জয়রাম।

710

২০১৮ সালে ফের তৈরি হয় কর্ণ সাঙ্গিনী-র শো। এই সিয়িরায়ে শকুনি মামার চরিত্রে অভিনয় করেন অজয় কুমার নাইন। এই সিরিয়ালে শকুনি মামার চরিত্র সকলের নজর কেড়েছিল। তিনি অসাধারণ অভিনয় করেন।

810

এদিকে প্রয়াত হলেন গুফি পেন্টাল। মহাভারতের শকুনি মামা চরিত্রে পরিচিতি পেয়েছিলেন তিনি। আজ সকাল ৯টা নাগাদ প্রয়াত হন গুফি পেন্টাল। বয়স হয়েছিল ৭৯। অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর শোকের সঙ্গে আমরা আমাদের বাবা মিস্টির গুফি পেন্টাল-র মৃত্যুর কথা ঘোষণা করছি।.... আজ সকালে তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

910

গুফি পেন্টাল দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা ক্রমে অবনতি হচ্ছিল। ৩১ মে হাসপাতালে ভর্তি হন গুফি পেন্টাল। তিনি সকলের কাছে পরিচিত ছিলেন মামা শ্রী বা শকুনি মামা হিসেবে। জানা গিয়েছিল, হৃদযন্ত্র ও কিডনি সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগছিলেন গুফি পেন্টাল।

1010

মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ক্রমে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শেষে আজ সকালে প্রয়াত হন গুফি পেন্টাল। বি আর চোপড়ার টিভি শো মহাভারত (১৯৮০)-তে শকুনি মামা-র ভূমিকায় দেখা গিয়েছিল গুফি পেন্টালকে। এই চরিত্রে তিনি সাফল্য পান। এছাড়াও একাধিক ছবিতে কাজ করেন গুফি পেন্টাল।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories