Kartik Aaryan: মুম্বইয়ে হোর্ডিং ভেঙে পড়ে ২ আত্মীয়র মৃত্যু, শেষকৃত্যে কার্তিক আরিয়ান

Published : May 17, 2024, 07:14 PM ISTUpdated : May 17, 2024, 07:50 PM IST
 Kartik Aaryan

সংক্ষিপ্ত

মুম্বইয়ে কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনার আঁচ পড়েছে বলিউড তারকা কার্তিক আরিয়ানের পরিবারেও।

সোমবার মুম্বইয়ের ঘাটকোপারে বিশাল হোর্ডিং ভেঙে পড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে আছেন বলিউড তারকা কার্তিক আরিয়ানের দুই আত্মীয়। তাঁরা হলেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল জেনারেল ম্যানেজার মনোজ চানসোরিয়া ও তাঁর স্ত্রী অনিতা চানসোরিয়া। বুধবার তাঁদের দেহ উদ্ধার করা হয়। আত্মীয়দের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত কার্তিক। শেষকৃত্যে উপস্থিত ছিলেন এই অভিনেতা। মুম্বইয়ের সাহার শ্মশানে কার্তিকের আত্মীয়দের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অনুরাগীরা এই অভিনেতাকে সান্ত্বনা দিচ্ছেন। একইসঙ্গে অনেকে বেআইনি হোর্ডিং নিয়েও প্রশ্ন তুলছেন। যে ব্যক্তি এই হোর্ডিং লাগানোর ব্যবস্থা করেছিলেন, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে।

ঝড়ের সময় মুম্বইয়ে মারাত্মক দুর্ঘটনা

সোমবার সন্ধেবেলা ধুলো ঝড় ও বৃষ্টির সময় ঘাটকোপার অঞ্চলে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন বহু মানুষ। সেই সময় সেখানে ভেঙে পড়ে ১২০×১২০ ফুটের একটি হোর্ডিং। এই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬০ জন আহত হন। ধুলো ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর। এর ফলে ১৫টি উড়ান ঘুরিয়ে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। অ্যারে ও আন্ধেরি ইস্ট মেট্রো স্টেশনের মঝে ওভারহেড তারের উপর এসে পড়ে একটি ব্যানার। এর ফলে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ধুলো ঝড়ে লন্ডভণ্ড হয়ে যায় মুম্বই

নতুন ছবির প্রচারে কার্তিক

কার্তিক এখন তাঁর নতুন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন'-এর প্রচারে ব্যস্ত। ১৪ জুন ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালক কবীর খান। কার্তিকের নিজের শহর গোয়ালিয়রে তাঁর নতুন ছবির ট্রেলার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী কার্তিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

‘ফ্রেডি’-র কারণে আমি কতগুলো অশান্ত রাত পেয়েছি: ডিজনি+হটস্টারে রোমান্টিক থ্রিলার রিলিজের আগে মুখ খুললেন কার্তিক আরিয়ান

ডিজনি প্লাস হটস্টারের নতুন প্রজেক্টে কোন চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান? অভিনেতার লুকে রীতিমতো থ দর্শকমহল

'আশিকী ৩' ছবিতে লিড হিরোর চরিত্রে কার্তিক আরিয়ান, জল্পনার অবসান ঘটিয়ে দিলেন সুখবর

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত