Breaking News: প্রিয় ‘আয়ি’ আর নেই, ৯১ বছর বয়সে মাধুরী দীক্ষিতকে ছেড়ে চলে গেলেন তাঁর মা স্নেহলতা দীক্ষিত

Published : Mar 12, 2023, 01:07 PM ISTUpdated : Mar 12, 2023, 01:21 PM IST
 madhuri dixit nene's mother passed away

সংক্ষিপ্ত

গ্ল্যামার দুনিয়ায় এখনও যিনি ‘চন্দ্রমুখী’, ৫৫ বছর বয়সে নিজের মা-কে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়লেন সেই স্বপ্নের মাধুরী। 

গ্ল্যামার দুনিয়ায় যতই তিনি ‘চন্দ্রমুখী’ বা ‘মোহিনী’ হয়ে থাকুন না কেন, ব্যক্তিগত জীবনে অভিজ্ঞ অভিনেত্রী মাধুরী দীক্ষিত আসলে খুবই পরিবার-কেন্দ্রিক এক সাধারণ নারী। দুই ছেলে এবং স্বামীর সাথে সাথে তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন তাঁর মা স্নেহলতা দীক্ষিত। সেই মা-কেই হারাতে হল রবিবার সকালে।

মুম্বইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ১২ মার্চ সকালে মুম্বইয়ের বাড়িতে তাঁর প্রয়াণ হয়। পরিবার সূত্রে জানানো হয়েছে যে, রবিবার দুপুর ৩টে নাগাদ ওরলি শ্মশানঘাটে স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে।

মায়ের সম্পর্কে মাধুরীর স্মৃতি চিরমধুর। একটি সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, ‘সিনেমায় কাজ করার পরও ঘর এলোমেলো করার জন্য মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি। এভাবেই বেড়ে উঠেছি। এখনও বকা খাই, তা সত্ত্বেও একই রয়ে গেছি।’ স্নেহলতার ৯০ বছরের জন্মদিনেও বেশ আবেগান্বিত পোস্ট করেছিলেন মাধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আয়ি। সবাই বলে একজন মায়ের সেরা বন্ধু তাঁর মেয়ে। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা করেছ, যেসব শিক্ষা দিয়েছ, তোমার কাছ থেকে আমার জন্য সেগুলো সবচেয়ে বড় উপহার। আমি শুধুমাত্র তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’

আনন্দের সেই দিন এখন শুধু স্মৃতিতেই বিরাজমান। রবিবার সকালে অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে একটি যুগ্ম বিবৃতি দিয়ে জানালেন, ‘আমাদের প্রিয় আয়ি, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের ছেড়ে শান্তিতে চলে গিয়েছেন।’

আরও পড়ুন-

বিচার চলাকালীন পুলিশি নজর এড়িয়ে আদালত থেকে ছুট লাগাল কয়েদি, ভিডিয়ো দেখে স্তম্ভিত সারা বিশ্ব

আগামিকাল থেকে শুরু হচ্ছে শীতলা সপ্তমী তিথি, জেনে নিন পরিবারকে রোগমুক্ত ও সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় মন্ত্র ও নিয়মাবলী

দুর্নীতিতে কুন্তলের ‘গুরু’ ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, অথচ স্বামীর ‘অ্যারেস্ট মেমো’-ই নিতে চাইলেন না তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?