২৯ বছর বয়সি তন্বীর ঠোঁটে মাখো-মাখো অনিল কাপুর, ‘মজা পাচ্ছি’ প্রকাশ্যেই বললেন বিদ্যা বালন

ছেষট্টি বছর পেরিয়েও ‘হাঁটুর বয়সি’ মেয়েদের সঙ্গে প্রেম? অনিল কাপুরের কীর্তি দেখে ‘ভয়ঙ্কর’ বললেন ঋত্বিক রোশন! 

 

Web Desk - ANB | Published : Feb 25, 2023 3:21 PM
113

‘শিং ভেঙে বাছুরের দলে’ ঢুকলেও তার একটা লিমিট তো থাকে?

213

বেপরোয়া অনিল কাপুরের কীর্তি দেখে হাঁ হয়ে গেলেন নেটিজেনরা।

313

শুধু কি নেটিজেন? ‘ভয়ঙ্কর’ বলে সরাসরি কমেন্টই করে বসলেন বিশ্বের সুন্দরতম আকর্ষণীয় পুরুষ, ঋত্বিক রোশন।

413

হটস্টারে সদ্য প্রকাশিত হয়েছে ‘দ্য নাইট ম্যানেজার’, আর তাতেই লাগামছাড়া সম্পর্কের রসায়নে অনিল কাপুর।

513

অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে খুব বেশিই মাখো-মাখো হতে দেখা গেল তাঁকে।
 

613

সেই মুহূর্তে সম্পর্কের আন্দোলিত বজ্রায় ছুঁচ হয়ে ঢুকলেন আদিত্য রয় কাপুর।

713

ঝকঝকে তরুণের প্রথম পদার্পণেই জ্বলে উঠল প্রলয়ের বারুদ।

813

রিল লাইফের ঠাকুরপো যখন দামাল, তখন রিয়েল লাইফে বৌদি হয়ে বিদ্যা বালনই বা চুপ করে থাকেন কী করে?

913

‘মজা পেয়ে গেছি’, সিনেমা দেখেই কমেন্ট করে ফেললেন ‘ডার্টি’ গার্ল।

1013

এই সিরিজে আরেক চমক হলেন অভিনেত্রী তিলোত্তমা সোম, যাঁর চরিত্রের নাম ‘লিপিকা সাইকিয়া রাও’।

1113

শোভিতার সঙ্গে আদিত্যর শরীরী লুকোচুরি কি স্রেফ একটা ভান?

1213

নাকি, হাসিমুখে ব্যঙ্গ টেনে কোনও গুপ্ত চাবি ঘোরাচ্ছেন ‘লিপিকা’!

1313

হটস্টারে চলছে সন্দীপ মোদী পরিচালিত সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos