Nayanthara: শ্রীরামকে অসম্মান করার অভিযোগ তুলে মামলা দায়ের অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে

Published : Jan 11, 2024, 07:50 PM ISTUpdated : Jan 11, 2024, 08:44 PM IST
Nayanthara starrer Annapoorani film ott release date out

সংক্ষিপ্ত

অভিনেত্রী নয়নতারা, পরিচালক নীলেশ কৃষ্ণা, প্রযোজক যতীন শেঠি এবং আর রবীন্দ্রন এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার বিষয়বস্তু প্রধান মনিকা শেরগিল সহ সাতজন অভিযুক্তের নাম। 

অন্নপুরানি ছবি নিয়ে তীব্র ক্ষোভের মধ্যেই অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে ভগবান শ্রী রামকে অপমানের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। শুধু নয়নথারা নয়, ছবির পরিচালক, প্রযোজক ও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মধ্যে প্রদেশের একটি ডানপন্থী সংগঠন। সংগঠনের অভিযোগ অভিযুক্তরা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ভগবান শ্রীরামকে অসম্মান করা হয়েছে। সিনেমার মাধ্যমে লাভ-জিহাদ প্রচার করা হয়েছে। জবলপুরের ওমতি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিনেত্রী নয়নতারা, পরিচালক নীলেশ কৃষ্ণা, প্রযোজক যতীন শেঠি এবং আর রবীন্দ্রন এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার বিষয়বস্তু প্রধান মনিকা শেরগিল সহ সাতজন অভিযুক্তের নাম। ১ ডিসেম্বর একাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারপর গত ২৯ ডিসেম্বর থেকে এটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়। তারপর থেকেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখায় নেটিজেনরা। আগেও এই ছবি নিয়ে দুটি মামলা দায়ের করা হয়েছিল। সেদুটি অবশ্য মুম্বইতে। সেখানে মামলা দায়ের করেছিল বজরং দল ও হিন্দু আইটি সেল। আর জবলপুরে মামলা দায়ের করেছে হিন্দু সেবা পরিষদ।

হিন্দু সেবা পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি অতুল জেসওয়ানি মামলাটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ ধর্মের ভিত্তিতে গোষ্ঠার মধ্যে শত্রুতা ও ভেদাভেদ করার হয়েছে। এফআইআর-এর হিন্দু সেবা পরিষদ অভিযোগ করেছে, অন্নপুরানি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছে। ভগবান রামের বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করেছে। অভিযোগে সিনেমার কিছু দৃশ্যের উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে মন্দিরের পুরোহিতের মেয়ের ভূমিকায় অভিনয় করা নয়নথারা বিরিয়ানি বালানোর আগে হিজাব পরে নামাজ পরেছেন। নয়নথারার বন্ধু তাঁকে ছবিতে মাংস কাটার জন্য উৎসাহিত করেছে। সেখানেই দাবি করা হয়েছে রাম ও সীতাও মাংস খেয়েছিল। অভিযোগে বলা হয়েছে ছবিটি লাভ জিহাদের প্রচার করা।

অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক আগেই নতুন ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বর্তমানে দেশ অযোধ্যা নিয়ে মেতে রয়েছে। অনেকেই ছবি নির্মাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। যদিও নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে