কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শ্যাম বেনেগাল

Published : Dec 23, 2024, 11:10 PM ISTUpdated : Dec 23, 2024, 11:55 PM IST
Shyam Benegal

সংক্ষিপ্ত

দেশের অন্যতম জনপ্রিয় ও শ্রদ্ধেয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। এই চলচ্চিত্র নির্মাতার প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া।

সদ্য প্রয়াত হয়েছেন বিখ্যাত শিল্পী জাকির হুসেন। কয়েকদিনের মধ্যেই প্রয়াত হলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। সোমবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালে প্রয়াত হয়েছেন এই চলচ্চিত নির্মাতা। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। এই চলচ্চিত্র নির্মাতার মেয়ে পিয়া বেনেগাল প্রয়াণের খবর জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন শ্যাম বেনেগাল। তিনি দেশের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তিনি 'অঙ্কুর', 'মাণ্ডি', ‘মন্থন’, ‘জুবেইদা’, 'সর্দারি বেগম', 'নেতাজি সুভাষ চন্দ্র বোস: দ্য ফরগটেন হিরো', 'ওয়েল ডান আব্বার'-এর মতো ছবি নির্মাণ করেন। তাঁর বেশিরভাগ ছবিও গত শতাব্দীর সাতের দশকের মাঝামাঝি সময়ে এবং আশির দশকে মুক্তি পায়। ভারতে যাঁরা অন্য ধারার ছবি নির্মাণ করেন, তাঁদের অন্যতম শ্যাম বেনেগাল। ১২ বছর বয়সে বাবার উপহার দেওয়া ক্যামেরার সাহায্যে প্রথম ছবি তৈরি করেন। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

জন্মদিনের কয়েকদিন পরেই প্রয়াণ

১৪ ডিসেম্বর শ্যাম বেনেগালের জন্মদিন। এবারও পরিবার-পরিজন, বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করেন এই চলচ্চিত্র নির্মাতা। তাঁর জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দেন অভিনেতা কুলভূষণ খারবান্ডা, নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী দিব্যা দত্ত, শাবানা আজমি। এছাড়া ছিলেন রজিত কাপুর, অতুল তিওয়ারি, কুণাল কাপুর। জাঁকজমক করেই শ্যাম বেনেগালের জন্মদিন পালন করা হয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই এই চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হলেন।

অসংখ্য সম্মান পেয়েছেন

সারা জীবনে অসংখ্য সম্মান ও পুরস্কার পেয়েছেন শ্যাম বেনেগাল। ১৯৭৬ সালে তিনি 'পদ্মশ্রী' খেতাব পান। ১৯৯১ সালে তাঁকে 'পদ্মভূষণ' সম্মান দেওয়া হয়। ২০০৫ সালে এই চলচ্চিত্র নির্মাতাকে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড' দেওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকস্তব্ধ সঙ্গীত জগৎ

কোনও চিকিৎসা নেই এই রোগের, জেনে নিন কীভাবে মারা গেলেন শিল্পী জাকির হুসেন

PREV
click me!

Recommended Stories

৮৩ বছর বয়সে ১৫ ঘণ্টা কাজ! বিগ বি-র এনার্জি দেখে চমকে গেলেন দর্শকেরা
কেন ভেঙেছিল অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক? দীর্ঘদিন পর প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য