বহিরাগত ও স্টার কিডদের বিভাজন নিয়ে মন্তব্য করলেন পরিচালক ওনির, দেখে নিন কী বললেন

Published : Apr 11, 2023, 08:58 AM IST
priyanka chopra bollywood hit films

সংক্ষিপ্ত

আসলে বলিডউে বহিরাগত ও স্টার কিডদের মধ্যে যে বিভাজন আছে তা নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না। সেই বিভাজন নিয়ে আগেও অনেকে সরব হয়েছিলেন। এবার এই বিষয় মন্তব্য করেন পরিচালক ওনির।

সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। যেখানে পরিচালক ওনির বলেছেন, ‘প্রিয়াঙ্কা যা বলেছেন তা নতুন কী। বিষয়টা সকলেই জানেন। তবে, এই ধরনের বিষয় সামবে এতে মানুষজন নতুন করে আবার সে বিষয় জানার চেষ্টা করেন। সংবাদমাধ্যমও কিন্তু স্টারকিডদের নিয়ে কথা বলে। নবাগত, বহিরাগতদের নিয়ে নয়। তাঁরাও সেই লোকগুলো দ্বারাই পরিচালিত হয় যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিভাজনের দেওয়ার তুলেছে। বাকিরা বাইরে থেকে এসে এই দেওয়াল ভাঙার চেষ্টা চালিয়ে যায়।’

আসলে কিছুদিন আগে পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেন, বলিউডে বেশ ভালো সময়ের মধ্যে দিয়েই তিনি যাচ্ছিলেন। তবে বেশি কিছু লোকজনের সঙ্গে তার বিরোধ এবং ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে তিনি একঘরে হয়ে গিয়েছিলেন। সে সময় ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। তখন তার ম্যানেজার অঞ্জুলা আচার্য তাঁকে বিপদ থেকে উদ্ধার করেন। ম্যানেজারের বুদ্ধিতেই তিনি সাফল্য পান।

প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর শুরু হয় জল্পনা। তিনি যে বলিউডে কোনঠাসা হয়ে হলিউড পাড়ি দিয়েছিলেন তা অনেকেরই জানান। তবে, এই প্রথম নিজের তা জানান। প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার প্রাকশ্যে আসার পর অনেকেই মন্তব্য করেন। আসলে বলিডউে বহিরাগত ও স্টার কিডদের মধ্যে যে বিভাজন আছে তা নিয়ে আলাদা কিছু বলার অপেক্ষা রাখে না। সেই বিভাজন নিয়ে আগেও অনেকে সরব হয়েছিলেন। এবার এই বিষয় মন্তব্য করেন পরিচালক ওনির।

প্রিয়াঙ্কার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সকলেরই জানা বলে দাবি করেন। সঙ্গে তাঁর কথায় উঠে আসে বহিরাগত ও স্টার কিডদের মধ্যে থাকা বিভাজনের কথা। তবে তিনি প্রিয়াঙ্কার সেই সাক্ষাৎকে ঘিরেই এদিন টুইট করেন। অন্য দিকে, প্রিয়াঙ্কাকে পরে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় এতদিন পর কেন অতীতের বিষয় মুখ খুললেন? এর উত্তরে নায়িকা জানান, ‘আমায় পডকাস্ট শোতে আমার জীবনের সফরের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। আমি তখন আমার ১০, ১৫, ২২, ৩০, ৪০ বা যা খুশি বছরের কী কী হয়েছিল সবটাই বলি। আমি যা বলেছিলাম সত্যই বলেছি। আমি এখন আত্মবিশ্বাসী। আর সেই কারণেই আমার জীবনের ওই অধ্যায়ের বিষয়ে আমি এখন স্বচ্ছন্দে কথা বলতে পারছি। আমার মনে হয় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে বলা যায় আমি কী কী ফেস করেছিলাম।’

 

আরও পড়ুন

মজার ছলে 'টেনশন' খুঁজতে গিয়ে জীবন জেরবার বেনুদার, Klikk OTT তে আসছে বেনুদার Tension

মুক্তি পেতে চলেছে নারায়ণ দেবনাথ-সৃষ্ট কমিকস নিয়ে তৈরি প্রথম চলচ্চিত্র ‘নন্টে ফন্টে’, মুখ্য ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়

Bollywood News: শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে আদিত্য রয় কাপুর? অনন্যা পাণ্ডের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতার উত্তাপ

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য