Disha Patani: দিশার নতুন সম্পর্কের খবরে সরগরম বলিউড, দেখে নিন কে মন জয় করল নায়িকার

দিশার জীবনে এল নতুন প্রেম। সদ্য আলেকজান্ডার অ্যালেক্সর সঙ্গে সম্পর্ক রয়েছেন বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের ছবি নজর কেড়েছে সকলের।

ফের খবরে দিশা পাটানি। কদিন আগেই টাইগার স্রফের সঙ্গে সম্পর্কের ভাঙনের খবর মিলেছে। দীর্ঘদিন টাইগারের সঙ্গে সম্পর্কে ছিলেন নায়িকা। জনসমক্ষে প্রেমের কথা স্বীকার না করলেও বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। রেস্তোরাঁ থেকে ছোটখাটো আউটিং, এদিকে কখনও ভ্যাকেশনে বিদেশও গিয়েছেন একসঙ্গে। তবে, সে সম্পর্কের ভাঙনের খবর শুনেছেন সকলেই।

এবার দিশার জীবনে এল নতুন প্রেম। সদ্য আলেকজান্ডার অ্যালেক্স নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছেন বলে শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের ছবি নজর কেড়েছে সকলের। সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের আচরণে স্পষ্ট প্রেমের কথা। এদিকে কদিন আগে দিশা জানান, ২০১৫ সাল থেকে একই ফ্ল্যাটে থাকতেন দিশা ও অ্যালেকজান্ডার। দুজনে রুমমেট ছিলেন। তাদের মধ্যে বন্ধুত্বও ছিল বেশ গাঢ়। একসঙ্গে আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া কিংবা শরীরচর্চা করতেন। যদিও তারা একে অপরের পরিবারের মতো বলে জানান। কিন্তু, তা নিয়ে প্রশ্ন আছে সকলের মনে।

Latest Videos

হঠাৎ করে দিশার জীবনে এই পুরনো বন্ধু কীভাবে এলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে, তাঁরা সত্যিই সম্পর্কে আছেন কি না তা সময় হলেই জানা যাবে।

এদিকে আবার, টাইগারের জীবনেও এসেছে নতুন প্রেম। অনেকেই দাবি করেন আকাঙ্খা শর্মার সঙ্গে সম্পর্কে রয়েছেন টাইগার। দুটো মিউজিক ভিডিওতে একসঙ্গে কাজ করেন টাইগার ও আকাঙ্খা। ক্যাসানোভা এবং আই অ্যাম এ ডিস্কো ডান্সার ২.০-তে দেখা যায় তাঁদের। এর পর থেকেই দুজনের কেমিস্ট্রি নজর কাড়ে। অনেকেই দাবি করেন সম্পর্কে আছেন টাইগার ও আকাঙ্খা। কিন্তু, পরে যদিও এক সাক্ষাৎকারে এই বিষয় জানান টাইগার। তিনি বলেন তিনি আকাঙ্খার সঙ্গে ডেট করছিল না। টাইগার ও দিশার বিচ্ছেদের কারণ হিসেবে আকাঙ্খাকে দায়ি করেছিলেন অনেকে। তবে, তা যে সত্য নয় তা টাইগার নিজেই জানান। তিনি নিজেই বলেন আকাঙ্খার সঙ্গে সম্পর্ক নেই তাঁর। তবে, ই দিশার সঙ্গে বিচ্ছেদের কথা স্পষ্ট বোঝা যায় টাইগারের কথায়।

সে যাই হোক, দিশা যদিই আলেকজান্ডারকের তাঁর পরিবারের সদ্যের মতো বলুক না কেন, তাঁদের মধ্যে সম্পর্কে আঁচ পাচ্ছেন সকলে। দিশার সঙ্গে তাঁর একাধিক ছবি সম্পর্কের কথা নিশ্চিত করছে। দিশার নতুন সম্পর্কের খবরে সরগরম বলিউড। নতুন প্রেমের কথা কবে তিনি স্বীকার করেন তার অপেক্ষায় সকলে।

 

আরও পড়ুন

Kartik Aaryan: বায়োপিকে মন দিলেন কার্তিক, দেখা দেবেন ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের চরিত্রে

Disha Patani : লাল অন্তর্বাসে বৃষ্টিস্নানে ভিজলেন দিশা, ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের

মালাইকা অরোরা,কার্তিক আরিয়ান থেকে সোফি চৌধুরী, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের