Kartik Aaryan: বায়োপিকে মন দিলেন কার্তিক, দেখা দেবেন ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের চরিত্রে

এবার প্রথমবার বায়োপিক ছবিতে দেখা দেবেন নায়ক। তৈরি হচ্ছে ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক। আর এই বায়োপিক ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন কার্তিক আরিয়ান।

মনে হচ্ছে কেরিয়ারের খারাপ সময় পার করেছেন কার্তিক। পরের পর ফ্লপের পর তাঁর কেরিয়ারে আশার আলো দেখালো সত্যপ্রেম কি কথা ছবিটি। তাই এক্সপেরিমেন্ট শুরু করলেন কার্তিক। এবার প্রথমবার বায়োপিক ছবিতে দেখা দেবেন নায়ক। তৈরি হচ্ছে ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক। আর এই বায়োপিক ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন কার্তিক আরিয়ান।

সদ্য পরিচালক কবির খানের সঙ্গে জুটি বেঁধেছেন কার্তিক। তিনি তৈরি করছেন বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক। ছবির নাম চন্দু চ্যাম্পিয়ন। আর এই ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন কার্তিক আরিয়ান। এটি তাঁর প্রথম বায়োপিক ছবি। সে কারণে করতে হয়েছে জোড় কসরত। সঠিক ভাবে চরিত্র ফুটিয়ে তুলতে খুঁটিনাটি বিষয় নজর দিচ্ছেন নায়ক। ইতিমধ্যে শুরু হয়েছে শ্যুটিং। জানা গিয়েছে, ছবিতে একাধিক অবতারে দেখা যাবে কার্তিককে। কখনও ভারী চেহারা তো কখনও অ্যাথলেটিকদের মতো বলিষ্ঠ চেহারা। তাই চলছে পরিশ্রম।

Latest Videos

১৯৬০ সালে কমনওয়েলথ গেমস ও ১৯৭২ সালে জার্মানিতে প্যারালিম্পিকে সোনা জেতেন বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকর। তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। এই ছবিটি কার্তিকের কেরিয়ারে আনতে চলছে বিশেষ পরিবর্তন। কারণ প্রথমবার এমন কোনও বায়োপিকে দেখা যাবে তাঁকে।

শেষ তাঁকে দেখা গিয়েছে সত্যপ্রেম কি কথা ছবিতে। কিয়ারা ও কার্তিকের প্রেম নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা গিয়েছিল, কার্তিক আইনের ছাত্র। কিন্তু, পড়াশোনায় খুবই খারাপ। পরীক্ষায় ফেল করেছে সে। তাঁর জীবনের সবেতেই ব্যর্থতা। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে কিয়ারা। বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা। কার্তিক সিদ্ধান্ত নেয় কিয়ারাকে দূর থেকেই ভালোবাসবে। কারণ দুজনের মধ্যে আছে বিস্তর ফারাক। কিন্তু, হঠাৎ ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। ব্যাস গল্পে এল নতুন মোড়া। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক। ছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাওষ শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া। সে যাই হোক, এবার এক নতুন চরিত্রে আসছেন কার্তিক আরিয়ান।

 

আরও পড়ুন

মালাইকা অরোরা,কার্তিক আরিয়ান থেকে সোফি চৌধুরী, দেখুন আপনার পছন্দের তারকাকে বলিউড মশালায়

Disha Patani : লাল অন্তর্বাসে বৃষ্টিস্নানে ভিজলেন দিশা, ভিডিও দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের

Ankush Hazra : জিমে অ্যাকশন দৃশ্যের মহড়ায় ব্যস্ত অঙ্কুশ হাজরা, ভিডিও দেখে কুর্নিশ অনুরাগীদের

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari