Manish Malhotra: পরিচালনায় পা রাখতে চলেছেন মনীশ মালহোত্রা, তৈরি করবেন মীনা কুমারীর বায়োপিক

ছবিতে মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। আপাতত চলছে স্ক্রিপ্ট তৈরির কাজ। ছবিটি প্রযোজনা করবে ভূষণ কুমারের সংস্থা টি সিরিজ। এই ছবিতেই পরিচালক হিসেবে দেখা যেতে পারে মনীশ মালহোত্রাকে।

ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা পা রাখতে চলেছেন পরিচালনায়। অবাক করা হলেও এমনই সত্য। বায়োপিক ছবি তৈরি করবেন ডিজাইনার। জানা গিয়েছে, শীঘ্রই তৈরি হবে মীনা কুমারীর বায়োপিক। সেই ছবির পরিচালনা করবেন মনীশ মালহোত্রা। ছবিতে মীনা কুমারীর চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। আপাতত চলছে স্ক্রিপ্ট তৈরির কাজ। ছবিটি প্রযোজনা করবে ভূষণ কুমারের সংস্থা টি সিরিজ। এই ছবিতেই পরিচালক হিসেবে দেখা যেতে পারে মনীশ মালহোত্রাকে। তবে, আপাতত নিশ্চিত কোনও খবর মেলেনি।

বলিউডের খ্যাতনামা অভিনেত্রীর তালিকায় অন্যতম স্থানে আছেন মীনা কুমারী। মাত্র ৩৮ বছর বয়সে মারা গিয়েছিলেন মীনা কুমারী। যকৃতের অসুখে প্রয়াত হন তিনি। স্বল্প দিনের কেরিয়ারে ৯০ টিরও বেশি ছবি করেছেন মীনা কুমারী। তালিকায় আছে গোমতী কি কিনারে, গঙ্গা, দুশমন, সীমা, বহু বেগম, চন্দন কা পালন, পূর্ণিমা, গজল, ম্যায়ঁ ভি লাড়কি হুঁ, আরতি, ম্যায় চুপ রাহুঙ্গা, পূজা, গারীব, লেদারফেস-সহ আরও অনেক ছবি।

Latest Videos

এদিকে ছবি তৈরির আগে বিপাকে জড়িয়েছে ছবিটি। মীনা কুমারীর বায়োপিকে আপত্তি জানিয়েছেন তার ছেলে। মীনা কুমারীর পালিত ছেলে বয়োপিক তৈরির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, যা বানানো হবে তা মিথ্যার ওপর ভরসা করে। আমি ও আমার বোন রুকসা তা হতে দেব না। দুজনে মামলা দায়ের করব।

তিনি বলেন, তাঁর বাবা কমল আমরোহি ২৯ বছর আগে মারা গিয়েছেন। তারও আগে মারা গিয়েছেন, তাঁদের ছোট মা মীনা কুমারী। কিন্তু, আজও তারা দর্শকের মনে আছেন। সেই ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না। তিনি আবারও বলেন, তাঁর বাবার সঙ্গে মীনা কুমারীর বিয়ের পর তাঁর কেরিয়ারে আরও উন্নতি হয়। ইন্ডাস্ট্রির বাকিদের মতো তাঁরা কোনওদিন লুকোচুরি করে প্রেম করেননি।

সে যাই হোক, আপাতত বিপাকে এই ছবি। বর্তমানে চলছে বায়োপিক ছবির ট্রেন্ড। একাধিক বিষয় ক্রিড়াবীদ থেকে চলচ্চিত্র ব্যক্তিত্ব- একাধিক ব্যক্তির ওপর তৈরি হচ্ছে। শেষ গঙ্গুবাই, তালভি, ধোনি, সরবজিৎ -র মতো একাধিক বায়োপিক বেশ হিট করেছিল। তেমনই শোনা যাচ্ছে, তৈরি হবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। আবার এরই মাঝে খবর এল মীনা কুমারির বায়োপিকের খবর। এখন দেখার শেষ পর্যন্ত এই বায়োপিক তৈরি হয় কি না। এই ছবি দিয়ে পরিচালনা জগতে পা রাখতে চলেছেন মনীশ মালহোত্রা।

 

আরও পড়ুন

সলমন থেকে শিল্পা- No Kissing Policy মেনে চলেন এই আট বলিউড তারকা, দেখে নিন আর কে আছেন তালিকায়

Alia Bhatt: ফের করণের সঙ্গে জুটি বাঁধবেন আলিয়া, আসছে তাঁর অ্যাকশন মুভি

মিলল স্বস্তি, সুশান্তের সঙ্গে জড়িত মাদক মামলায় বড় ঘোষণা, জামিনের বিরোধিতা প্রত্যাহার করল সিবিআই

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বা পায়ে
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today