- Home
- Entertainment
- Bollywood
- সলমন থেকে শিল্পা- No Kissing Policy মেনে চলেন এই আট বলিউড তারকা, দেখে নিন আর কে আছেন তালিকায়
সলমন থেকে শিল্পা- No Kissing Policy মেনে চলেন এই আট বলিউড তারকা, দেখে নিন আর কে আছেন তালিকায়
- FB
- TW
- Linkdin
সলমন খান
বলিউডে কাজ করছেন প্রায় ৩০ বছর হল। কিন্তু, ছবির পর্দায় কিসিং দৃশ্যে অভিনয় করেন না ভাইজান। তিনি সব সময় মেনে চলেন No Kissing Policy। ছবির পর্দায় কোনও অভিনেত্রীর সঙ্গে কিসিং সিনে অভিনয় করেন না সলমন খান। সব সময় নিজের পলিসি মেনে চলেন।
শিল্পা শেট্টি
যে কোনও ঘনিষ্ঠ দৃশ্য থেকে কিসিং সিন- এই সব থেকে দূরে থাকেন শিল্পা। ছবির পর্দায় সহ কর্মীর সঙ্গে কিসিং সিন কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি থাকে তাঁর। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও ফের দক্ষিণী ছবিতে দেখা যাবে তাঁকে। কাজ শুরু করেছেন শিল্পা।
সোনাক্ষী সিনহা
চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন সোনাক্ষী। বিভিন্ন চরিত্রে আমরা দেখেছি তাঁকে। তা সে অ্যাকশন হোক কিংবা রোম্যান্টিক কোনও চরিত্র। তবে, চরিত্র যাই হোক ছবির পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এমনকী চুম্বনের দৃশ্যে অভিনয় করতে নারাজ সোনাক্ষী। তিনি সব সময় মেনে চলেন No Kissing Policy।
তুষার কাপুর
কখনও কিসিং সিনে অভিনয় করেননি তুষার কাপুর। তিনি মেনে চলেন No Kissing Policy। ছবির পর্দায় নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হতে ঘোর আপত্তি রয়েছে তুষার কাপুরের। সে কারণে কেয়া কুল হ্যায় হাম-র মতো ছবিতে অভিনয় করলেও মেনে চলেছেন No Kissing Policy।
সুনীল শেট্টি
কখনও কিসিং সিনে অভিনয় করেননি সুনীল শেট্টি। তিনি সব সময় মেনে চলেন No Kissing Policy। চরিত্র যাই হোক, ছবির পর্দায় সহকর্মীর সঙ্গের ঘনিষ্ঠ হতে আপত্তি রয়েছে সুনীল শেট্টির। শেষ কয় বছর গেস্ট অ্যাপিয়ারেন্স দিলেও শীঘ্রই অপারেশন ফ্রাইডে দিয়ে ওটিটি-তে পা রাখবেন সুনীল শেট্টি।
রবিনা টন্ডন
ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং করলেও তা নিয়ে সতর্ক থাকেন। তিনি ছবির চাহিদার্থে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ হলেও তা গাঢ় যেন না হয়, এমন শর্ত রাখেন। সঙ্গে কিসিং সিন থেকে দূরে থাকেন রবিনা। তিনি সব সময় মেনে চলেন No Kissing Policy।
রীতেশ দেশমুখ
জেনেলিয়া ও রীতেশ হল বলিউডের রিয়েল লাইফ সেরা জুটির মধ্যে অন্যতম। জেনেলিয়া ছাড়া অন্য কোনও অভিনেত্রী সঙ্গে কখনও কিসিং সিনে অভিনয় করেননি। মেনে চলেন No Kissing Policy।
আসিন
কখনও কিসিং সিনে অভিনয় করেননি আসিন। সলমন থেকে আমির খানের মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আসিন। তবে, মেনে চলেন No Kissing Policy।বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন নায়িকা। শেষ ২০১৫ সালে আল ইজ ওয়েল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০০১ সালে মালায়লম ছবি দিয়ে অভিনয় শুরু করে আসিন।
ছবির চরিত্র ফুটিয়ে তুলতে কেউ ওজন বৃদ্ধি করেন তো কেউ রোগা হন। তেমনই কোনও তারকা তৈরি করেন বডি। ছবির পর্দায় কোনও চরিত্র ফুটিয়ে তোলা এত সহজ কথা নয়। এক্ষেত্রে করতে হয় যথেষ্ট পরিশ্রম। নিজস্বতাকে বিসর্জন দিয়ে চরিত্রের ধাঁচে নিজেকে গড়ে নিতে হয়।
চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তুলতে তারকারা অনেক সময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে থাকেন। তবে রইল এই আট তারকার কথা। ছবি সাইন করার আগেই পরিচালককে জানিয়ে দেন নিজের শর্ত। সলমন থেকে শিল্পা- No Kissing Policy মেনে চলেন এই আট তারকা।