Ghoomer: রোম্যান্টিক পোজে অঙ্গদ বেদী ও সাইয়ামি খের, প্রকাশ্যে এল ‘ঘুমার’ ছবির ফার্স্ট লুক

আর বাল্কির পরিচালনায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অঙ্গদ বেদী ও সাইয়ামি খের। একজন প্যারাপ্লেজিক স্পোর্টসপার্সনের গল্প নিয়ে আসছে ‘ঘুমার’।

হাতে আসছে একের পর এক কাজ। সদ্য মুক্তি পেয়েছে ‘লাস্ট স্টোরি ২’। কয়েকটি গল্প নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ। সিরিজের এক পার্টে রয়েছে অঙ্গজ। মৃণাল ঠাকুরের সঙ্গে অঙ্গদ বেদীর কেমিস্ট্রি নজর কেড়েছেন সকলের। এবার ফের একবার ছবির পর্দায় আসতে চলেছেন তিনি। প্রকাশ্যে এল ‘ঘুমার’ ছবির ফার্স্ট লুক।

আর বাল্কির পরিচালনায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অঙ্গদ বেদী ও সাইয়ামি খের। একজন প্যারাপ্লেজিক স্পোর্টসপার্সনের গল্প নিয়ে আসছে ‘ঘুমার’। ৬ জুলাই প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে, সিলভার কুর্তা পরে অঙ্গদ বেদী। তেমনই সাইয়ামির পরনে একই রঙের লেহেঙ্গা। দুজনে একে অপরের হাত ধরে রয়েছেন। রোম্যান্টিক পোজে দেখা গেল দুজনকে। এমন ছবি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে বেশ রোম্যান্টিক লাগছে দুজনকেই।

Latest Videos

সম্প্রতি, ‘ঘুমার’ ছবি প্রসঙ্গে নিজের মত জানান অঙ্গদ বেদী। একরাশ প্রশংসা করেন পরিচালকের। বলেন, বালকি স্যারের অন্যান্য পরিচালকের থেকে একটু আলাদা গল্প বলার দক্ষতা আছে। তিনি চরিত্রের মধ্যে প্রবেশ করেন। লেখার মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখেন। তিনি বলেন, তিনি সাইয়ামির সঙ্গে জুটি বেঁধেছেন। দুজনের প্রেমের কাহিনি রয়েছে। এমন গল্প নিয়ে শীঘ্রই আসছেন আর বাল্কি।

এর আগে গুঞ্জন সাকশেনা- দ্য কার্গিল গার্ল ছবিতে দেখা গিয়েছিল তাঁকে তেমনি। ২০১৯ সালে দ্য জোয়া ফ্যাক্টর ছবিতে কাজ করেন অঙ্গদ বেদী। ২০০৪ সালে কয়া তরল ছবি দিয়ে পরিচয় গড়েন। এরপর ফালতু, ডিয়ার জিন্দেগি, দ্য জোয়া ফ্যাক্টর ছবিতে দেখা যায়। তিনি পিঙ্ক, টাইগার জিন্দা থা ছবিতে কাজ করেন। তেমনই টাইগার ৩ ছবিতে দেখা যেতে পারে টাইগার ৩।

এছাড়াও একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছে অঙ্গদ বেদী। ২০০১৭ সালে ওয়েব দুনিয়ায় পা রাখেন ইনসাইড এজ দিয়ে। অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিরিজটি। তারপর এই সিরিজের সিক্যুয়েলেও দেখা যায় তাঁকে। এছাড়া মম ভাই সিরিজে কাজ করেন তিনি। এছাড়াও একাধিক টিভি সিরিজে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, সাইয়ামি খেরকে শেষবার দেখা গিয়েছে ‘8 AM মেট্রো’-তে। সে যাই হোক, এই প্রথম একসঙ্গে দেখা যাবে অঙ্গদ বেদী ও সাইয়ামি খেরকে। প্রথমবার জুটি বাঁধছেন তাঁরা। আর বাল্কির পরিচালনায় চেনা ছকের বাইরে অভিনয় করবেন তারকা। এখন দেখার এই ছবি দর্শক মনে কতটা স্থান পায়।

 

আরও পড়ুন

Mithun Chakraborty: প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি দেবী, মাতৃহারা হলেন অভিনেতা

Ameesha Patel: ‘প্রচারের জন্য ধন্যবাদ’, আমিশার অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন অনিল শর্মা

আলিয়া থেকে দীপিকা- এই নয় নায়িকাকে দেখা গিয়েছে বাঙালি মেয়ের চরিত্রে, রইল অনস্ক্রিন Bong Beauty-র তালিকা

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed