Death Threat: সলমন ছাড়া বলিউডে এমন আরও ১০ তারকা আছেন, যারা পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা

প্রাণনাশের হুমকির কারণে খবরে রয়েছেন সলমন খান। গতকালই কানাডায় বলে হুমকি পাঠান পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রারে। তবে,সলমন প্রথম নয়। সলমন ছাড়া এই ১০ বলিউড তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি, রইল তালিকা।

Sayanita Chakraborty | Published : Jun 27, 2023 2:56 AM IST
110

সলমন খান

সিধু মুসাওয়ালার হত্যাকান্ডের পরই খবরে এসেছিলেন সলমন। তখন শোনা যায়, সলমনকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়েছিলেন নরেন বিষ্ণোই ও গোল্ডি ব্রারের দল। সদ্য ফের একবার হুমলি দিল তাঁকে। এক সাক্ষাৎকারে গোল্ডি ব্রার বলেছে, ‘আমরা সলমন খানকে খুন করব। অবশ্যই হত্যা করব। লরেন্স জানিয়ে দিয়েছে সে কোনও দিনও ক্ষমা চাইবে না।...’।

210

শাহরুখ খান

২০২২ সালে জানুয়ারিতে প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। তাঁর বাড়ি মান্নতে বোমা রাখার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সে সময় পুলিশের দারস্থ হন তিনি।

310

সঞ্জয় লীলা বনসালি

পদ্মাবত ছবি মুক্তির আগে নানান বিতর্কে জড়ান সঞ্জয় লীলা বনসলি। সে সময় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন তিনি। করনি সেনা সংগঠন তাঁকে হুমকি দিয়েছিল বলে শোনা গিয়েছে।

410

দীপিকা পাড়ুকোণ

শুধু অভিনেতা নন, অভিনেত্রীরাও আছেন এই তালিকায়। বলিউড এই তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। সঞ্জয় লীলা বনসলির পদ্মাবত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। সে সময় রাজপুত সংগঠন করনি সেরার কাছ থেকে প্রাণ নাশের হুমকি পান দীপিকা।

510

উর্বশী রাউতেলা

অভিনীত চরিত্র নিয়ে বিপাকে পড়েন উর্বশী। হেট স্টোরি ৪ ছবিতে তাঁর চরিত্রের কারণে প্রাণ নাশের হুমকি পেয়ে হয়েছিল। শোনা গিয়েছে, ছবিতে তিনি নিজেকে দ্রৌপদীর সঙ্গে তুলনা করেছিলেন। সে কারণে এমন বিপাকে পড়তে হয় তাঁকে।

610

মল্লিকা শেরাওয়া

বলিউড তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। ডার্টি পলিটিক্স ছবিতে ভানওয়ারী দেবীর চরিত্রে দেখা গিয়েছিল মল্লিকাকে। এই চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েন। এই চরিত্রে অভিনয়ের কারণে হুমকি পেয়েছিলেন নায়িকা।

710

বিবেক অগ্নিহোত্রী

তালিকায় আছেন বিবেক অগ্নিহোত্রী। বলিউড এই তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর একটি ছবি নিয়ে বিপাকে পড়েন বিবেক অগ্নিহোত্রী। সে সময় প্রাণ নাশের হুমকি পেয়ে হয়েছিল তাঁকে।

810

অমিতাভ বচ্চন

বলিউডের এই বিখ্যাত তারকারও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। তাঁর বাস ভবনে বোমা রাখার হুমকি দিয়েছিল দুষ্কৃতিরা। সে সময় বেশ চিন্তায় পড়েছিলেন বিগ বি। কিন্তু, আপাতত এমন কোনও ঘটনা ঘটেনি।

910

সুদীপ্ত সেন

দ্য কেরালা স্টোরি ছবির ডিরেক্টর সুদীপ্ত সেন পেয়েছিলেন প্রাণ নাশের হুমকি। এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল তাঁর ও তাঁর ক্রু মেম্বারদের কাছে। সে সময় মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন পরিচালক। এমনকী, ছবি মুক্তির পর পরই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় অনেকেই অনুমান করেছিল, কেউ ইচ্ছাকৃত ভাবে তাঁর ক্ষতি করেছে। কিন্তু, সে ধারণা যে ভুল ছিল তা নিজেই জানান। তবে, এই বলিউড তারকাও পেয়েছিলেন প্রাণ নাশের হুমকী।

1010

আমির খান

২০১৬ সালে প্রাণ নাশের হুমকি পান আমির খান। তবে, কোনও ছবির কারণে নয়। তিনি ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয় মন্তব্য পেশ করেন। সেই নিয়ে ক্ষুদ্ধ হন অনেকে। এই কারণে প্রাণ নাশের হুমকি পেয়েছিলেন আমির খান।

Share this Photo Gallery
click me!

Latest Videos