হারানো সব রং ১০০ গুণে ফিরিয়ে দেব 'বেবি গার্ল'কে, হোলির দিন জেলে বসেই জ্যাকলিনকে আদুরে বার্তা সুকেশের
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। দিল্লির তিহার জেল থেকে হোলির শুভেচ্ছা জানালেন সুকেশ।
Web Desk - ANB | Published : Mar 7, 2023 1:29 PM / Updated: Mar 07 2023, 01:32 PM IST
ঠকবাজ সুকেশের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গতার কথা নতুন নয়। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সুকেশকে নিয় চর্চায় রয়েছেন জ্যাকলিন। এবার হোলির দিন প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সুকেশ।
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের। গত প্রায় এক বছর ধরে এই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের।
দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন কনম্যান সুকেশ। তবে ভালবাসা প্রকাশের জন্য কোনও সুযোগই তিনি হাতছাড়া করেন না। এর আগে প্রেমদিবসের দিন জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন সুকেশ। এবারও হোলির শুভেচ্ছা জানালেন সুকেশ।
হোলি উৎসবে জ্যাকলিনকে লম্বা চিঠি লিখলেন সুকেশ। চিঠিতে অভিনেত্রীকে বেবি গার্ল বলে সম্বোধন করেছেন সুকেশ। দীর্ঘ চিঠিতে সুকেশ প্রিয়তমার উদ্দেশ্যে লেখেন, আমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটিকে জানাতে চাই দোলের শুভেচ্ছা। আজকের এই রঙিন দিনে কথা দিচ্ছি তোমার জীবনের ফিকে হয়ে যাওয়া সব রং ১০০ গুণে ফিরিয়ে দেব।
সুকেশ চিঠিতে আরও লেখেন, তুমি জানো আমি কত দূর অবধি যেতে পারি তোমার জন্য। আমার বেবি গার্ল। সবসময় এমন ভাবেই হাসিখুশি থেকো। আমি নিশ্চিত তুমি জানো, আমার জীবনে তোমার গুরুত্ব কতখানি। তোমায় অনেক ভালবাসি রাজকুমারি। খুব ভালবাসি তোমাকে। তোমাকে অনেক মিস করছি। আমার বোম্মা, লভ ইউ, আমার জ্যাকি।
সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি সেশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি। কখনও বাথরুমে সেলফি পোজ তো কখনও গলায় লাভ বাইট,নিজেদের ঘনিষ্ঠ ছবি নেটদুনিয়ায় ফাঁস হকেই মিডিয়াকে অনুরোধ করেছিলেন এই ছবি যেন তারা প্রকাশ না করে।
প্রায় দেড় বছর ধরে জেলবন্দি সুকেশ। জ্যাকলিন মুখ সরিয়ে নিলেন তিনি এখনও ভুলতে পারেননি। এর আগেও প্রেমদিবসের দিন জ্যাকলিনের উদ্দেশ্য বার্তা পাঠিয়েছিলেন ঠকবাজ সুকেশ চন্দ্রশেখর। যা নিয়ে জোর চর্চা হয়েছিল।
জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।