সুকেশ চিঠিতে আরও লেখেন, তুমি জানো আমি কত দূর অবধি যেতে পারি তোমার জন্য। আমার বেবি গার্ল। সবসময় এমন ভাবেই হাসিখুশি থেকো। আমি নিশ্চিত তুমি জানো, আমার জীবনে তোমার গুরুত্ব কতখানি। তোমায় অনেক ভালবাসি রাজকুমারি। খুব ভালবাসি তোমাকে। তোমাকে অনেক মিস করছি। আমার বোম্মা, লভ ইউ, আমার জ্যাকি।