মাথায় জমেছে রক্ত, কোন জটিল রোগে আক্রান্ত হৃত্বিক, 'গ্রিক গড'-কে নিয়ে চিন্তায় অনুরাগীরা

বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। মুম্বইয়ের একটি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে হৃত্বিককে দেখার পরেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বয়স প্রায় ৫০-এর কোটায়। সদ্যই ৪৯-এ পা দিয়েছেন বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশন। জন্মদিনের কয়েকদিনের মধ্যে বলি অভিনেতাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। মুম্বইয়ের একটি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে হৃত্বিককে দেখার পরেই তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু কঠিন রোগে মায়োসাইটিসের খবর প্রকাশ্যে এসেছে। অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। এবার হৃত্বিকের শরীর খারাপের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

দুই সন্তানের বাবা হয়েও হাঁটুর বয়সী সাবা আজাদের সঙ্গে সম্পর্কের কারণে শিরোনামে থাকেন হৃত্বিক রোশন। এবার আর খবরের জন্য নয়,বরং শরীর খারাপের জন্য শিরোনামে উঠে এসেছেন হৃত্বিক রোশন। ১০ জানুয়ারি জমকালো বার্থ ডে পার্টি সেলিব্রেশনের পর ক্লিনিকের বাইরে অভিনেতাকে দেখার পর থেকেই শোরগোল শুরু হয়েছে।প্রথমসারির একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রক্তের কোনও জটিল রোগ হয়েছে হৃত্বিকের। পাপারাৎজিদের ক্যামেরায় মুম্বইয়ের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হয়েছেন হৃত্বিক। আরও জানা গিয়েছে, মাথায় রক্ত জমেছে, তিনি হয়তো রুটিন চেক আপের জন্য গিয়েছিলেন। তবে কেউ কেউ দাবি করেছেন রক্ত সংক্রান্ত সিরিয়াস কোনও অসুখে ভুগছেন হৃত্বিক রোশন। একাধিক সূত্র থেকে জানা গেছে, হৃত্বিক রোশনের রক্ত সংক্রান্ত এই রোগ অনেক দিনের পুরোনো। ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্যাং ব্যাং ছবির শুটিংয়ের সময়েই নাকি মাথায় চোট পেয়েছিলেন অভিনেতা। তারপরই মাথায় অস্ত্রোপচার হয় হৃত্বিকের। আসলে মাথায় যেভাবে রক্ত জমাট বেঁধেছিল তাতে অস্ত্রোপচার করাটা বাধ্যতামূলক ছিল। দিনকয়েক আগেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার হৃত্বিক জানিয়েছিলেন,একটা সময়ে মানসিক অবসাদে ভুগতাম। আমি লড়াই করতাম, আমার মনে হতো আমি যেন মরে যাবো, মনে হতো ছবিতে অভিনয়ের জন্য আমি প্রস্তুত নই। একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সময়ে। এমনকী বিক্রম বেদা-বক্স অফিসে অসফল হওয়ার পরই আমি ভেঙে পড়েছিলাম। পুরো বিষয়টি নিয়ে মানসিক অবসাদে ভুগেছিলাম। সেই সময় শরীর ভাল ছিল না। তখনই বুঝেছিলাম আমার জীবনে কিছু পরিবর্তন দরকার। নতুন কিছু করা প্রয়োজন।

Latest Videos

 

 

চলতি বছরের জন্মদিনে দ্বিতীয় বিয়ের সুখবর দিয়েছেন অভিনেতা। বয়সে ছোট সাবার সঙ্গে দীর্ঘদিন ধরেই ডেটিং করছেন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। ইতিমধ্যেই হৃত্বিকের পরিবারও মেনে নিয়েছেন সাবাকে। প্রথম থেকেই খুল্লামখুল্লা প্রেমে মজেছিলেন হৃত্বিক ও সাবা। বর্তমানে লিভ-ইনেও থাকছেন বলিউডের গ্রিক গড। সূত্র থেকে জানা গিয়েছে, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। এবার জানা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাবা। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবার সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক। দুই ছেলে রেহান-হৃদানও সাবাকে খুবই ভালবাসে। এবং রোশন পরিবারও খুব খুশি তাদের এই সম্পর্কে। গোটা পরিবারের উপস্থিতিতে চারহাত এক হবে হৃত্বিক ও সাবার। এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে। হাতের কাজ শেষ করেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে হৃত্বিকের বিয়েতে সুজান উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। বিচ্ছেদের পরও দুজনের বন্ধুত্বও এখনও অটুট। ১৪ বছর সম্পর্ক ভাঙার পর এবার পাকাপাকি ভাবে নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন। এবার বলিউডের অন্দরে কান পাতলেই বিয়ের জল্পনা শোনা যাচ্ছে। চর্চিত প্রেমিকা সাবার সঙ্গে শীঘ্রই নাকি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন হৃত্বিক রোশন। কবে গাটছড়া বাঁধছেন হৃত্বিক ও সাবা,তা নিয়ে সরগরম নেটদুনিয়া।

আরও পড়ুন-

নতুন বছরেই প্রেমিকা সাবার সঙ্গে গাটছড়া বাঁধবেন হৃত্বিক, জন্মদিনেই এল বিয়ের সুখবর

বিশ্বসুন্দরী ঐশ্বর্যকে নিশানা করেই জীবনের চরম সর্বনাশ ডেকে এনেছিলেন হৃত্বিক, পরিণতি ভয়ঙ্কর

হাফ সেঞ্চুরির দোরগোড়ায় হৃত্বিক, ৪৯-এর জন্মদিনে কী চমক দিলেন বলিউডের 'গ্রিক গড'

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope