'ক্রিটিক্স চয়েস' অ্যাওয়ার্ডে সেরা গানের পুরস্কার পেল 'নাটু নাটু', ফের নয়া খেতাব জয় 'RRR'-এর

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেয়েছে। এই খেতাব জয়ের পরই ২৮ তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে আবার ঝুলিতে এল বড় সম্মান। রাজামৌলির 'আর আর আর' ছবির 'নাটু নাটু' পেল সেরা গানের সম্মান।

সারা বিশ্বে যেন জয়ের পতাকা উড়িয়েছেন পরিচালক এস এস রাজামৌলি। তার পরিচালিত ছবি 'আর আর আর'নিয়ে যেন উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পেয়েছে। এই খেতাব জয়ের পরই ২৮ তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে আবার ঝুলিতে এল বড় সম্মান। রাজামৌলির 'আর আর আর' ছবির 'নাটু নাটু' পেল সেরা গানের সম্মান। পাশাপাশি বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের সম্মানও পেয়েছে এই ছবি।

বাহুবলি খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির 'আর আর আর' ছবি যেন একের পর এক রেকর্ড গড়েই চলেছে। ছবি মুক্তির পর এতগুলো মাস পেরিয়ে গেলেও এই ছবি এখনও ট্রেন্ডিংয়ে রয়েছে। যত দিন যাচ্ছে ততই যেন ছবিকে ঘিরে জনপ্রিয়তা তুঙ্গে। সম্প্রতি 'আর আর আর'-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে লেখা রয়েছে নাটু নাটু আবার। শেয়ার করতে পেরে আমরা ভীষণই আনন্দিত । 'আরআরআর' ছবির 'নাটু নাটু' ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে পেল সেরা গানের সম্মান। এখানেই শেষ নয়, ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জয়ের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, 'আর আর আর' ছবির কলাকুশলীদের অনেক অভিনন্দন। এবং সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক্স চয়েজ পুরস্কার বিজয়ী হওয়ার জন্য।

Latest Videos

 

 

'আরআরআর' ছবির 'নাটু নাটু'র জন্য ফের নয়া খেতাব নয় গানের কম্পোজার এমএম কিরাবাণীর। নাটু নাটু-র গানের সুরকার কিরাবাণী ক্রিটিক্স চয়েজ খেতাব জয়ের পর জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। আমি এই পুরস্কারটি পেয়ে সত্যিই খুব অভিভূত। আমি এখানে সমালোচকদের থেকে দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। এই গানের কোরিওগ্রাফার, লিরিক্স রাইটার,সমালোচক, গায়ক এবং আমার পরিচালকের তরফ থেকে সমালোচকদের অনেক ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই এই ছবি একবার নয় বরং একাধিকবার দর্শক দেখে ফেলেছেন। এছাড়াও হলিউডের কলাকুশলীরাও এই ছবি দেখে ছবির পরিচালক রাজামৌলিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। ফের আরও এক খেতাব জয় করল রাজামৌলির 'আর আর আর' ছবি। গানের কম্পোজার এমএম কিরাবাণী এই গানের জন্য সেরা পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। আরআরআর ছবিটি প্রাক স্বাধীনতা সময়ের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। ৮০ তম গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা অ-ইংরেজি বিভাগে গানটি মনোনীত হয়েছিল। 'আর আর আর' ছবির গান 'নাটু নাটু' লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার -ওয়াকান্ডা ফরএভারের লিফট মি আপ-এই গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করেছিল। গ্লোল্ডেন গ্লোবস ২০২৩ এ 'নাটু নাটু'হাত ধরেই আরও এক খেতাব জেতার পর ফের ক্রিটিক্স চয়েজ' অ্যাওয়ার্ডে সেরা গানের সম্মান পেল 'আর আর আর'ছবি। কোমুরাম ভীম চরিত্রে এনটিআর এবং সীতারামরাজ চরিত্রে মেগা পাওয়ার স্টার রাম চরণ অভিনীত এই সিনেমাটি সারা বিশ্বে ১১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। শুধু তাই নয় এই সিনেমাটি ডিজিটাল মুক্তির পর হলিউডেও নজর কেড়েছে।

 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul