'ওর কোনও চিন্তা নেই, জ্যাকলিনকে বাঁচানোর জন্যই আমি এখানে আছি', আদালতের সামনে বললেন সুকেশ

Published : Feb 25, 2023, 01:16 PM IST
Jacqueline Fernandez

সংক্ষিপ্ত

আদালতের সামনে সুকেশ বলেন, ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। এমনকী জ্যাকলিন এই মামলার অংশ নয়। ওর কোনও চিন্তা নেই। ওকে বাঁচানোর জন্যই আমি এখানে আছি।

জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে চর্চা মোটেই থামবার নয়। ফের বড়সড় বিপাকে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিনেত্রীর উপর। আপাতত জামিনে মুক্ত রয়েছেন নায়িকা। ঠকবাজ সুকেশের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গতার কথা নতুন নয়। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সুকেশকে নিয় চর্চায় রয়েছেন জ্যাকলিন। সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি সেশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও খুব বেশি সময় লাগেনি। কখনও বাথরুমে সেলফি পোজ তো কখনও গলায় লাভ বাইট,নিজেদের ঘনিষ্ঠ ছবি নেটদুনিয়ায় ফাঁস হকেই মিডিয়াকে অনুরোধ করেছিলেন এই ছবি যেন তারা প্রকাশ না করে।

কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে শুক্রবার দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হয়েছিল। সেখানে বান্ধবী জ্যাকলিনকে নিয়ে বিবৃতি দেন সুকেশ চন্দ্রশেখর। আদালতের সামনে সুকেশ বলেন, ২০০ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। এমনকী জ্যাকলিন এই মামলার অংশ নয়। ওর কোনও চিন্তা নেই। ওকে বাঁচানোর জন্যই আমি এখানে আছি। দিনকয়েক আগে প্রেমদিবসের দিন প্রিয়তমা জ্যাকলিনের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন সুকেশ। তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল নেটদুনিয়ায়। সুকেশকে যখন জাতীয় তদন্তকারী সংস্থার আদালতের বাইরে শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তাকে ঘিরে ধরে সংবাদমাধ্যম। সেই সময়েই পুলিশের সামনে প্রকাশ্যেই সুকেশ জ্যাকলিনের উদ্দেশ্যে বলেন, আমার তরফ থেকে ওকে ভ্যালেন্টাইন ডে-এর শুভেচ্ছা।

সুকেশ তার প্রিয়তমার উদ্দেশ্যে আরও বলেন, আপনি যাকে ভালবাসবেন, তাকে রক্ষা করার চেষ্টা করবেন। তবে নোরাকে নিয়ে প্রশ্ন করা হলে সুকেশের স্পষ্ট জবাব, লোভীদের নিয়ে কোনও কথা বলতে চাই না। এর আগেও নোরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুকেশ। সুকেশ জানিয়েছিলেন, জ্যাকলিনের বিরুদ্ধে নোরা রোজই তার মগজধোলাই করত। নোরা চাইতেন, জ্যাকলিনকে ছেড়ে সুকেশ যেন তার সঙ্গে ডেট করে। এমনকী সুকেশ নিজেও কয়েকদিন আগে জানিয়েছিলেন মরক্কোতে বাড়ি কিনতে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন সুকেশ। প্রায় দেড় বছর ধরে জেলবন্দি সুকেশ। জ্যাকলিন মুখ সরিয়ে নিলেন তিনি এখনও ভুলতে পারেননি। সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫০ লাখেরও বেশি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন এবং শুধু তাই নয় বিড়ালপ্রেমী জ্যকলিনকে ৯ লাখ টাকার একটি বিড়ালও উপহার দেন সুকেশ । এখানেই শেষ নয় সুকেশের আইনজীবী জানান, জ্যাকলিনকে দামি অলঙ্কার থেকে পোশাক সবটাই দিয়েছেন সুকেশ। জ্যাকলিনের মন জিততেই কোটি কোটি টাকার উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর। সব মিলিয়ে নাকি সুকেশ ১০ কোটি টাকার উপহার দিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজকে। জ্যাকলিনের সঙ্গে নিয়মিত ফোনেও কথা হত সুকেশের। এমনকী প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে সুকেশ যখন তিহার জেলে ছিল তখনও নিয়মিত কথা বলেছেন দুজনে। যদিও জ্যাকলিন সুকেশের জেলে থাকার কথা জানতেন কিনা তা স্পষ্ট নয় আইনজীবীর কথার। যদিও জ্যাকলিন দাবি করেছেন তাকে অন্ধকারে রেখেই প্রতারণা করা হয়েছে। তিনিও প্রতারণার শিকার।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?